Ram Charan: গোলাপের পাপড়িতে মেগাপ্রিন্সেসকে স্বাগত, ভাইরাল হল রামচরণ-কন্যার প্রথম ছবি
Ram Charan and Upasana : সাদা শার্ট ও ব্লু ডেনিমে ছিলেন রাম চরণ, স্ত্রী উপাসনা ছিলেন একটি ফ্লোরাল গাউনে। সদ্যজাতকে কোলে নিয়ে দক্ষিণী এই অভিনেতা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও
কলকাতা: একরত্তি মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলেন দক্ষিণী অভিনেতা রাম চরণ। আজ হাসপাতালের বাইরে এসেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন নতুন মা-বাবা রাম চরণ ও উপাসনা কোনিদেলা (Ram Charan and Upasana Kamineni)। সেই দৃশ্য প্রকাশ পাওয়ার পরেই মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সাদা শার্ট ও ব্লু ডেনিমে ছিলেন রাম চরণ, স্ত্রী উপাসনা ছিলেন একটি ফ্লোরাল গাউনে। সদ্যজাতকে কোলে নিয়ে দক্ষিণী এই অভিনেতা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। হাসপাতালের গেট দিয়ে বাইরে পা রাখলেই তাঁদের জন্য আয়োজন ছিল এক চমকের। পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হয় নতুন বাবা-মা ও সদ্যজাতকে। অনুরাগীরাও জমা হয়েছিলেন এদিন। প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা ও খুদেকে ভালবাসা জানান তাঁরা। হাসপাতাল থেকে বেরিয়ে মেয়েকে স্ত্রী-এর কোলে দেন রাম চরণ। কখনও আবার দু-হাতে আগলে রাখেন স্ত্রী ও মেয়েকে। সোশ্যাল মিডিয়ায় এখন ছড়িয়েছে রাম চরণের এক অচেনা সত্ত্বার ছবি।
গত মঙ্গলবার, ২০ জুন, সকালে সোশ্যাল মিডিয়ায় খুশির খবর দেন 'আর আর আর' (RRR) অভিনেতা। হায়দরাবাদের জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে ( Apollo Hospital in Hyderabad's Jubilee Hills) সোমবার রাতে ভর্তি হয়েছিলেন তারকা পত্নী উপাসনা। মঙ্গলবার সকালেই মেলে সুখবর। বিয়ের ১১ বছর পর প্রথম সন্তান এল তারকা পরিবারে। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে হ্যাশট্যাগ 'মেগাপ্রিন্সেস' (MegaPrincess)। আজ সেই 'মেগাপ্রিন্সেস' -কে স্বাগত জানাতেই পুষ্পবৃষ্টির আয়োজন করা হয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় আজ যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে অবশ্য দেখা গেল না একরত্তির মুখ। সাদা মখমলে মোড়া রাজকন্যাকে বুকের কাছে ধরে রাখলেন রাম চরণ ও উপাসনা। বর্তমানে বলিউড থেকে শুরু করে হলিউড, টলিউড, অনেকেই তাঁদের সন্তানদের চেহারা প্রকাশ্যে আনতে চান না। প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) থেকে শুরু করে অনুষ্কা শর্মা (Anushka Sharma) অনেকেই এই পথ বেছে নিয়েছিলেন। রাম চরণ ও উপাসনাও আপাতত মেয়েকে অন্তরালেই রাখবেন কি না সেই উত্তর দেবে সময়।
আরও পড়ুন: Food Facts: তাজা আনাজ ঠিক কী? 'ফ্রোজেন' সব্জি কি সত্যিই খারাপ?
আরও পড়ুন: Weight Loss Diet: ওজন কমানোর জন্য কোন ডাল সবচেয়ে স্বাস্থ্যকর?
View this post on Instagram