Mamata Banerjee: বাংলাদেশের সংখ্য়ালঘুদের ওপর নির্যাতনের নিন্দা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ওপারের হিন্দুদের ওপর যে অমানুষিক নির্যাতন চলছে, তা নিয়ে ইতিমধ্য়েই সরব হয়েছে, এপারের ইমাম ও মোয়াজ্জেমদের সংগঠন। আজ সেই প্রসঙ্গ টেনেই, বাংলাদেশের সংখ্য়ালঘুদের ওপর নির্যাতনের নিন্দা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা শুভেন্দু অধিকারী বললেন, মুখ্য়মন্ত্রী একথা বললেও, তাঁরই মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আবার ইউনূসের প্রশংসা করছেন!
আরও খবর...
ভারতীয় শাড়ি পুড়িয়ে ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন BNP-র শীর্ষ নেতা রুহুল কবীর রিজভি। কিনতু, তাঁর কথা কানে তুলছেন না তাঁর নিজের দেশের নাগরিকরাই। সোমবারও নিউ মার্কেটে দেখা গেল, চুটিয়ে ভারতের জিনিস কিনছেন বাংলাদেশ থেকে আসা লোকজন। রিজভির মন্তব্য় প্রসঙ্গে তাঁদের সাফ কথা, ওরা কেনাকাটা করতে তাইল্য়ান্ড, সিঙ্গাপুরে যান, আমরা আসব ভারতেই।
বিচারের দাবিতে ৪ মাস পার, আজ ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলা। নতুন প্রধান বিচারপতির বেঞ্চে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলার প্রথম শুনানি।