Ram Charan Daughter: রাম চরণ কন্যার জমকালো নামকরণ অনুষ্ঠান, 'মেগাপ্রিন্সেস' উপহার পেল এক কোটির সোনার দোলনা!
Mega Princess: সূত্রের খবর, অম্বানিদের পরিবারের তরফ থেকে একটি খাঁটি সোনার দোলনা উপহার দেওয়া হয়েছে রাম চরণ কন্যাকে। সেই দোলনার দাম নাকি এক কোটি টাকারও বেশি
মুম্বই: নামকরণ উপহারে একরত্তি উপহার পেল খাঁটি সোনার দোলনা! হবে নাই বা কেন... যার জন্মের পরেই তাঁকে উল্লেখ করা হয়েছিল 'মেগাপ্রিন্সেস' (Mega Princess) বলে, তাঁর নামকরণ অনুষ্ঠান যে রাজকীয় হবে, এ আর নতুন কি! আজ রাম চরণ ও উপাসনা কোনিদেলা (Ram Charan and Upasana Kamineni)-র খুদে কন্যার নামকরণ অনুষ্ঠান ছিল। সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের টুকরো টুকরো ঝলক শেয়ার করে নিয়েছেন তারকা দম্পতি। প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানের কিছু কিছু খবরও। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন অম্বানি পরিবার থেকে শুরু করে টলিউড ও বলিউডের বগু নামজাদা মুখেরা। প্রত্যেকেই উপহারে ভরিয়ে দিয়েছেন খুদেকে, তবে নজর কাড়ল অম্বানিদের উপহার।
সূত্রের খবর, অম্বানিদের পরিবারের তরফ থেকে একটি খাঁটি সোনার দোলনা উপহার দেওয়া হয়েছে রাম চরণ কন্যাকে। সেই দোলনার দাম নাকি এক কোটি টাকারও বেশি। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই চোখ কপালে উঠেছে নেটিজেনদেন। তবে অনেকে আবার বলছেন, 'মেগাপ্রিন্সেস' -এর তো এমনই উপহার প্রাপ্য। এই দোলনা নাকি বিশেষভাবে তৈরি করা হয়েছে রাম চরণ কন্যার জন্যই। গোটা দোলনা জুড়ে রয়েছে সূক্ষ কাজ। অনেকেই এই সোনার দোলনার একটি ছবি দেখতে চেয়েছেন তবে তা এখনও প্রকাশ্যে আসেনি।
গত মঙ্গলবার, ২০ জুন, সকালে সোশ্যাল মিডিয়ায় খুশির খবর দেন 'আর আর আর' (RRR) অভিনেতা। হায়দরাবাদের জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে ( Apollo Hospital in Hyderabad's Jubilee Hills) সোমবার রাতে ভর্তি হয়েছিলেন তারকা পত্নী উপাসনা। মঙ্গলবার সকালেই মেলে সুখবর। বিয়ের ১১ বছর পর প্রথম সন্তান এল তারকা পরিবারে। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে হ্যাশট্যাগ 'মেগাপ্রিন্সেস' (MegaPrincess)। আজ সেই 'মেগাপ্রিন্সেস' -কে স্বাগত জানাতেই পুষ্পবৃষ্টির আয়োজন করা হয়েছিল।
সাদা শার্ট ও ব্লু ডেনিমে ছিলেন রাম চরণ, স্ত্রী উপাসনা ছিলেন একটি ফ্লোরাল গাউনে। সদ্যজাতকে কোলে নিয়ে দক্ষিণী এই অভিনেতা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। হাসপাতালের গেট দিয়ে বাইরে পা রাখলেই তাঁদের জন্য আয়োজন ছিল এক চমকের। পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হয় নতুন বাবা-মা ও সদ্যজাতকে। অনুরাগীরাও জমা হয়েছিলেন এদিন। প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা ও খুদেকে ভালবাসা জানান তাঁরা। হাসপাতাল থেকে বেরিয়ে মেয়েকে স্ত্রী-এর কোলে দেন রাম চরণ। কখনও আবার দু-হাতে আগলে রাখেন স্ত্রী ও মেয়েকে। সোশ্যাল মিডিয়ায় সেইদিনই ছড়িয়েছিল রাম চরণের এক অচেনা সত্ত্বার ছবি। আর তারপর থেকেই, মেগাপ্রিন্সেসকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। এখনও প্রকাশ্যে আসেনি তাঁর মুখের ছবি বা নাম কোনোটাই। আর তাই, ‘মেগাপ্রিন্সেস’ বলেই এখন জনপ্রিয় সেই স্টারকিড।
আরও পড়ুন: Kajol on Personal Life: মেয়ে জন্ম নেওয়ার পরেই কাজে ফিরতে বলেছিলেন শাশুড়িমা: কাজল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন