Kajol on Personal Life: মেয়ে জন্ম নেওয়ার পরেই কাজে ফিরতে বলেছিলেন শাশুড়িমা: কাজল
Actress Kajol on Personal Life: অভিনেত্রী জানান, তাঁর প্রথম কন্যা নায়সা জন্মানোর পরেই কাজলকে কাজে ফিরতে বলেছিলেন তাঁর শাশুড়িমা। অভিনেত্রী তাঁর পরিবারকে নিজের 'সাপোর্ট সিস্টেম' বলেছেন অভিনেত্রী।
মুম্বই: নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ের খোলামেলা তিনি। প্রেম, বিয়ে, সন্তান, তারপর কাজে ফেরা, এ নিয়ে একাধিক সাক্ষাৎকারে বারে বারে কথা বলেছেন অভিনেত্রী কাজল (Kajol)। সামনেই মুক্তি পাবে কাজলের নতুন ওয়েব সিরিজ দ্য ট্রায়াল (The Trial)। আর সেই সিরিজ নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়েই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে, অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন কাজল।
অভিনেত্রী জানান, তাঁর প্রথম কন্যা নায়সা জন্মানোর পরেই কাজলকে কাজে ফিরতে বলেছিলেন তাঁর শাশুড়িমা। অভিনেত্রী তাঁর পরিবারকে নিজের 'সাপোর্ট সিস্টেম' (Support System) বলেছেন অভিনেত্রী। কাজল বলছেন, 'আমি একটা অসাধারণ পরিবার পেয়েছি। সবাই আমার জীবনের প্রত্যেক পদক্ষেপে ভীষণভাবে সমর্থন করেছে। আমার মনে আছে, বিয়ের পরে, নায়সার জন্মের পরে, আমার শাশুড়িমাই প্রথম মানুষ ছিলেন, যিনি আমায় বলেছিলেন লাইটস, ক্যামেরা, অ্যাকশনের জগতে ফিরতে। উনি বলেছিলেন, নায়সাকে বড় করা নিয়ে ভাবতে হবে না, ওর জন্য আমরা সবাই আছি। আমার স্বামী, অজয় নিজের কাজের সময় ঠিক করার সময় আমার সুবিধা, অসুবিধার কথা মাথায় রাখত। আমার যদি বাইরে শ্যুট থাকত, অজয় বাইরে কাজ নিত না। আবার ওর বাইরে যাওয়া থাকলে আমিও সেটাই করতাম।একে অপরের মধ্যে সেই বোঝাপড়াটা ছিল আমাদের।'
অভিনেত্রী আরও বলেন, 'যখন শ্যুটিংয়ে বাইরে যেতাম, সবসময় সন্তানদের জন্য চিন্তা থাকত। আমার মা তখন আমায় বুঝিয়েছিলেন, বেশি ছবিতে কাজ করার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ, ভাল ছবিতে কাজ করা। ঠিক একইভাবে সন্তানের সঙ্গে বেশি সময় কাটানোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটুকু সময় পাওয়া যাচ্ছে, সেটা ভাল করে কাটানো। যদি দিনে ১০ মিনিটও সন্তানদের সঙ্গে কাটানোর সুযোগ পাও, সেটা নির্ভেজাল হোক। সেখানে কোনও ফোন কল, কোনও টিভি, কোনও কাজ থাকবে না। শুধু সন্তানদের সঙ্গে বসো, বলো... 'কেমন আছো তুমি? আমার সঙ্গে কথা বলো, আমার দিকে তাকাও। মনের যা যা কথা আছে, যা যা বলতে ইচ্ছা করছে সব বলো। শোনার জন্য রয়েছি তো আমি'। বাবা-মা হিসেবে এর চেয়ে ভাল শিক্ষা আর কেউ দিতে পারত বলে আমার মনে হয় না।'
৪ জুলাই থেকে ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar)-এ মুক্তি পাবে কাজলের এই সিরিজ। কাজলকে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়, তাঁর চরিত্রের নাম নয়নিকা। এই সিরিজে কাজলের স্বামীর চরিত্রে দেখা যাবে যীশুকে, তাঁর চরিত্রের নাম রাজীব। ট্রেলারের শুরুতে দেখানো হয়, অ্যাডিশনাল বিচারক রাজীব সেনগুপ্তকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ঘুষ হিসেবে শারীরিক সম্পর্কে জড়িত হয়েছেন একাধিক নারীর সঙ্গে। এই অভিযোগে, বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাঁকে। আর তারপরেই কাজলের পরিবারে নেমে আসে অন্য়রকম পরিস্থিতি।
জেল হেফাজত হয় যীশুর, অন্যদিকে কাজল খুঁজে নেয় এক অন্য জীবন। আইনজীবী হিসেবে যোগদান করেন তিনি। কিন্তু তারপরে অন্যধারায় বইতে থাকে তাঁর জীবন। কিছু বন্ধু, কিছু শত্রু... কে সত্যি বলছে, কে মিথ্যে.. সেই ধারায়, ওঠাপড়ার মধ্যেদিয়েই এগোতে থাকে তাঁর জীবন। হঠাৎ জেল হেফাজত থেকে স্বামী রাজীব নয়নিকাকে ফোন করে আবেদন করে তাঁর হয়ে লড়াই করার জন্য। তারপর? উত্তর মিলবে 'দ্য ট্রায়াল' সিরিজে।
আরও পড়ুন: AR Rahman: কেরিয়ারের একেবারে শুরুর দিকে বিয়ে, সেটাই বদলে দিয়েছিল এআর রহমানের জীবন!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial