(Source: Poll of Polls)
Ram Mandir Inauguration: রামমন্দিরে ২.৬ কোটি অনুদানের ঘোষণা তেজা অভিনীত 'হনুম্যান' ছবির নির্মাতাদের
HanuMan: 'মৈত্রী মুভি মেকার্স'-এর তরফে জানানো হয়েছে এই ছবির টিম প্রত্যেক টিকিটের থেকে মাত্র ৫ টাকা করে চেয়েছে এই কারণে। এখনও পর্যন্ত তেলুগু ভাষার এই ছবি মোট ৫৩ লক্ষ ২৮ হাজার ২১১ টিকিট বিক্রি করেছে।
নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে তেজা সাজ্জা (Teja Sajja) অভিনীত 'হনুম্যান' (HanuMan)। এই ছবির অন্যতম ডিস্ট্রিবিউটর 'মৈত্রী মুভি মেকার্স' (Mythri Movie Makers), রবিবার ঘোষণা করেছে যে তারা রামমন্দিরের জন্য ২.৬ কোটি টাকা অনুদান হিসেবে পাঠাবে। উত্তরপ্রদেশের অযোধ্যায় (Ayodhya) রামমন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) ঠিক একদিন আগে এমনই ঘোষণা করা হয়েছে।
রামমন্দির উদ্বোধনে ২.৬ কোটি টাকা দানের সিদ্ধান্ত 'হনুম্যান' ডিস্ট্রিবিউটরদের
'মৈত্রী মুভি মেকার্স'-এর তরফে জানানো হয়েছে এই ছবির টিম 'হনুম্যান'-এর প্রত্যেক টিকিটের থেকে মাত্র ৫ টাকা করে চেয়েছে এই কারণে। এখনও পর্যন্ত তেলুগু ভাষার এই ছবি মোট ৫৩ লক্ষ ২৮ হাজার ২১১ টিকিট বিক্রি করেছে। যার থেকে অনুদানের মোট পরিমাণ দাঁড়াচ্ছে ২ কোটি ৬৬ লক্ষ ৪১ হাজার ৫৫ টাকা। অফিসিয়াল এক্স হ্যান্ডলে এই ঘোষণা করা হয়েছে 'মৈত্রী মুভি মেকার্স'-এর তরফে।
সংস্থার তরফে বলা হয়েছে, '৫৩ লক্ষ ২৮ হাজার ২১১ জন মানুষকে ধন্যবাদ যাঁরা অযোধ্যা রামমন্দিরে অনুদানের মহৎ উদ্দেশ্যের অংশীদার হয়ে ২ কোটি ৬৬ লক্ষ ৪১ হাজার ৫৫ টাকা সংগ্রহে সাহায্য করেছেন। আপনিও 'হনুম্যান' দেখে এবং ঐশ্বরিক অভিজ্ঞতায় নিজেকে নিমজ্জিত করে এই দুর্দান্ত উদ্যোগের অংশ হতে পারেন। আপনার খরচ করা টিকিট থেকে ৫ টাকা যাবে অযোধ্যা রাম মন্দিরে। মৈত্রী ডিস্ট্রিবিউশন দল এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে সম্মানিত।'
JAI SHREE RAM 🙏🏻 pic.twitter.com/q4JIkfq5ns
— Mythri Movie Makers (@MythriOfficial) January 21, 2024
দেশের প্রথম সারির সিনেমা থিয়েটার চেনগুলির অন্যতম 'মিরাজ সিনেমাস' একটি কিনলে একটি বিনামূল্যে অফার দিচ্ছে 'হনুম্যান' ছবির জন্য। ২২ জানুয়ারি দেশের নির্দিষ্ট কিছু লোকেশনে এই অফার থাকবে রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে। তারা পোস্ট করে লেখেন, 'রামমন্দিরের উদ্বোধন উদযাপন করুন 'হনুম্যান' ছবির সঙ্গে মিরাজ সিনেমাসে। একটি টিকিট কিনুন, একটি পান বিনামূল্যে কেবলমাত্র ২২ জানুয়ারি। ঐতিহাসিক দিনে মহাকাব্যের সংস্পর্শে আসুন।'
একটি সুপারহিরো ঘরানার ছবি 'হনুম্যান' লিখেছেন ও পরিচালনা করেছেন প্রশান্ত বর্মা, যা শুক্রবার মুক্তি পেয়েছে। প্রাইমশো এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবি ১৫০ কোটি টাকার ব্যবসা করেছে বিশ্বজুড়ে। ছবি মুক্তির আগে 'হনুম্যান'-এর একটি প্রি-রিলিজ ইভেন্টে এসে প্রধান অতিথি হিসেবে চিরঞ্জীবী বলেন যে ছবির নির্মাতারা ছবির প্রত্যেক টিকিট থেকে ৫টাকা করে রামমন্দিরের জন্য সংগ্রহ করবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।