এক্সপ্লোর
Advertisement
দীপিকার পছন্দের সহ অভিনেতা কে, জানিয়ে দিলেন বোন আনিশা!
মুম্বই: বর্তমানে পদ্মাবত সিনেমার জন্য আলোচনার মধ্যমণি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি বোন আনিশাকে নিয়ে নেহা ধূপিয়ার টক শো-তে এসেছিলেন। দুই বোন অনুষ্ঠানে একে অপরের অনেক গোপন কথা জানিয়ে দিলেন। এরইমধ্যে দীপিকার কাছে জানতে চাওয়া হয় তাঁর প্রিয় অভিনেতার নাম। এর জবাবটা দিয়ে দেন তাঁর বোন আনিশাই। তিনি বলেন, দীপিকার প্রিয় অভিনেতা রণবীর কাপূর। তবে দীপিকা আনিশার এই উত্তরের সঙ্গে সঙ্গে দীপিকা পিকু সিনেমায় তাঁর সহ অভিনেতা ইরফান খানের নামও জুড়ে দেন।
উল্লেখ্য, এই শো-য়েরই একটা শো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনুষ্ঠানে দীপিকার কাছে নেতা জানতে চান, তিনি এনগেজ কিনা। এর জবাবে সরাসরি না বলে দেন দীপিকা। দুটি হাতই তুলে দেখান, যে আঙুলে কোনও আংটিই নেই। কিন্তু নেহা একটি আংটি দেখতে পেয়ে যান। এরপর আনিশা বলেন, গত চার বছর থেকেই এনগেজ দীপিকা। সঙ্গে সঙ্গেই দুই বোন হেসে ফেলেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement