এক্সপ্লোর
অনুরাগ বসুর সরস্বতী পুজোয় কেন এলেন না রণবীর?

মুম্বই: প্রত্যেক বছরই নিজের অ্যাপার্টমেন্টে সুরকার প্রীতমের সঙ্গে মিলে সরস্বতী পুজোর আয়োজন করেন বলিউডের পরিচালক অনুরাগ বসু। এই পুজোয় প্রতি বছরই হাজির থাকেন রণবীর কাপূর। আর তাঁর প্রাক্তন গার্লফ্রেন্ট ক্যাটরিনা কাইফ আসছেন গত তিন বছর ধরে। কিন্তু এবার আর বাগদেবীর আরাধনায় অনুরাগের বাড়িতে এলেন না রণবীর। যদিও ক্যাটরিনা এসেছিলেন। সংবাদমাধ্যমকে বিশেষ সূত্রে বলা হয়েছে, অনুরাগের বাণীবন্দনা একটা দারুন ব্যাপার। ওই দিন প্রীতম ও অনুরাগ নিজেদের হাতে ভোগ রাঁধেন। বিগত কয়েক বছর ধরে রণবীর পুজোতে নিয়মিত আসতেন। তিন বছর আগে তাঁর হাত ধরেই ক্যাটরিনার আসা শুরু হয়। সেই সময় দুজন ডেটিং করতেন। কিন্তু এখন তো সেই সম্পর্ক আর নেই। তাই এবার ক্যাটরিনার একার আসার ঘটনা জল্পনা উস্কে দিয়েছে। প্রশ্ন উঠেছে, প্রাক্তন বান্ধবী এড়াতেই কি ইচ্ছাকৃতভাবে গরহাজির থাকলেন রণবীর? যদিও রণবীরের ঘনিষ্ঠ সূত্রে এই জল্পনা নাকচ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে রাজকুমার হিরানি পরিচালিত দত্ত বায়োপিকের শ্যুটিংয়ের ব্যস্ততার কারণেই রণবীর আসতে পারেননি। উল্লেখ্য, অনুরাগের ‘জগ্গা জাসুস’-এ দেখা যাবে রণবীর ও ক্যাটরিনাকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বিনোদনের
বিনোদনের
ব্যবসা-বাণিজ্যের
বাজেট





















