Randeep Hooda: কেন পার্টিতে যান না? বলিউডের অন্দরের অন্ধকার দিক সামনে আনলেন রণদীপ হুডা
Bollywood Celebrity Updates: সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলিউডের অন্ধকার দিক প্রকাশ্যে আনেন। তার সঙ্গে জানান যে, কেন তিনি বলিউডের কোনও পার্টিতে যান না।
মুম্বই: সিরিয়াস থেকে কমেডি। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে পারদর্শী রণদীপ হুডা (Randeep Hooda)। বলিউডের ভার্সেটাইল অভিনেতাদের মধ্যে তিনি একজন। এছাড়াও তাঁকে আন্ডাররেটেড অভিনেতা বলা হয়। কারণ, যোগ্যতা অনুযায়ী তিনি সেভাবে নাম করতে পারেননি বলে। কেরিয়ারের শুরুতে এক ধরনের ছবি দিয়ে অভিনয় করা শুরু করেছিলেন। পরবর্তীকালে 'রং রসিয়া', 'সর্বজিৎ'-এরমতো ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন। একাধিক বায়োপিকে অভিনয় করছেন তিনি। শুধু তাই নয়, সলমন খানের মতো তারকাদের সঙ্গেও পাল্লা দিয়ে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। 'কিক' থেকে 'সুলতান'। নামী তারকার পাশেও নজর কেড়েছেন রণদীপ হুডা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলিউডের অন্ধকার দিক প্রকাশ্যে আনেন। তার সঙ্গে জানান যে, কেন তিনি বলিউডের কোনও পার্টিতে যান না।
বলিউড প্রসঙ্গে রণদীপ হুডা-
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণদীপ হুডা বলেন, 'আমার মনে হয় না আমি আমার জীবনে কোনও অ্যাওয়ার্ড পাবো বলে। আর তাতে আমার কিছু যায় আসে না। ওটা ওদের সিদ্ধান্ত। যদি তুমি বাস্তব জীবনে সত থাকতে পারো, সত জিনিস দেখাতে পারো, তবেই পর্দায় ভালো কিছু দেখাতে পারবে। নাহলে অসত এবং ভুয়ো জিনিসই দেখাতে হবে। বাস্তবে জীবনে অসত থাকলে তার প্রভাব পর্দাতেও পড়ে। আর তাই আমি কোনও এরকম অনুষ্ঠানে যাই না বা কোনও পার্টিতে যাই না। কারণ, ওই সব পার্টিতে গ্ল্যামারাস মানুষ হিসেবে নিজেকে তুলে ধরতে হয়। কিন্তু আসলে ওই ব্যক্তি ভিতর থেকে কুৎসিত। তাই কাজে মন দেওয়া দরকার। কাজ দিয়েই মানুষ আলাদা করতে পারবে।'
আরও পড়ুন - Sara Ali Khan: স্টার কিড হয়ে সময় বাঁচাতে এ কী করলেন সারা আলি খান!
রণদীপ হুডা আরও বলেন, 'প্রত্যেক অভিনেতা, প্রত্যেক শিল্পীর, প্রত্যেক পরিচালকের, প্রত্যেক লেখকের ব্যবহার আলাদা আলাদা হয়। তাঁদের কাজ চাওয়ার ধরন আলাদা হয়। বাস্তব জীবনে সেটাই একজন মানুষের সঙ্গে অন্যজনকে আলাদা করে। আর এটাই আমার জীবনের মূল মন্ত্র। আমার কাজ দিয়ে যেন মানুষ আমাকে আলাদা করতে পারে।'
">