Yash-Rani: প্রস্তাব ফিরিয়ে দেওয়ার 'শাস্তি'! রানির মা-বাবাকে ঘরবন্দি করে রাখেন যশ চোপড়া, তারপর?
Yash Chopra - Rani Mukerji: রানি হলেন যশ চোপড়ার বড় ছেলে আদিত্য চোপড়ার স্ত্রী। সম্প্রতি অভিনেত্রী একটি পুরনো ঘটনা শেয়ার করেন যখন তাঁর মা-বাবাকে নাকি ঘরে তালাবন্ধ করে রেখেছিলেন যশ চোপড়া। কিন্তু কেন?
নয়াদিল্লি: বলিউডের (Bollywood) সর্বকালের অন্যতম প্রভাবশালী পরিচালক যশ চোপড়া (Yash Chopra) প্রযোজকের চেয়ারে বসতে শুরু করেন ১৯৭৩ সালে। নিজের ছবি 'দাগ' (Daag) দিয়ে প্রযোজনার পথচলা শুরু। এই ছবির হাত ধরেই 'জয়যাত্রা' শুরু হয় জনপ্রিয় প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের (Yash Raj Films)। পরিচালনার ক্ষেত্রে যেমন তাঁর বিষয় নির্বাচন প্রশংসিত হত তেমনই প্রযোজক হিসেবে তাঁর নেওয়া সিদ্ধান্তও সকলে পছন্দ করতেন। তবে এরই মধ্যে প্রযোজকের পুত্রবধূ, অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) একটি পুরনো ঘটনা ভাগ করে নেন, যা দর্শকের নজর কেড়েছে।
যশ চোপড়া সম্পর্কে কোন ঘটনা শেয়ার করলেন রানি?
রানি মুখোপাধ্যায়, যশ চোপড়ার বড় ছেলে আদিত্য চোপড়ার স্ত্রী। সম্প্রতি অভিনেত্রী একটি পুরনো ঘটনা শেয়ার করেন যখন তাঁর মা-বাবাকে নাকি ঘরে তালাবন্ধ করে রেখেছিলেন যশ চোপড়া। কিন্তু কেন? রানিকে নিজের প্রযোজিত ছবিতে নিতে চেয়েছিলেন যশ চোপড়া, রাজি ছিলেন না তাঁর মা-বাবা। ব্যাস!
'যশ রাজ ফিল্মস' সেই সময় তৈরি হচ্ছিল মণি রত্নমের তামিল ক্লাসিক ছবি 'আলাই পেউথে'র হিন্দি রিমেক 'সাথিয়া' তৈরির জন্য। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যে প্রথমে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করার প্রস্তাব তিনি ফিরিয়ে দেন। সেই সময়ের কথা স্মরণ করে রানি বলেন যে এই ছবির প্রস্তাব তাঁর কাছে তখন আসে যখন কুণাল কোহলির 'মুঝসে দোস্তি করোগে'র অসাফল্যের পর তিনি নতুন কোনও প্রজেক্টে সই করেননি। টানা ৮ মাস কাজ না করেও তিনি 'সাথিয়া' ছবিতে সই করতে চাননি। অভিনেত্রীর কথায়, 'সেই সময়, আমি কাজের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিলাম, আমার মা যেমন ভেবেছিলেন আমি পাগল হয়ে গিয়েছি কারণ আমার কাছে যে প্রস্তাবই আসছিল আমি বলছিলাম 'না না না', আর খালি বাড়িতে বসে থাকতাম।'
আরও পড়ুন: Main ATAL Hoon: বড়পর্দায় অটলের ভূমিকায় পঙ্কজ, প্রকাশ্যে ছবির মুক্তির তারিখ
সেই সময়ে অনেক ফিল্ম সমালোচক ও বিনোদন ম্যাগাজিনে লেখা হয় যে তাঁর কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। রানির কথায়, 'আমি সেটা মেনে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম, হয়তো ওরাই সঠিক, কিন্তু আমি হাল ছাড়ব না। আমি এমন কিছু করব যেখানে আমার হৃদয় সায় দেবে।' তিনি বলে চলেন, 'তারপর, সৌভাগ্যবশত, সাথিয়া আসে এবং আমার মনে আছে যশ (চোপড়া) আঙ্কেল আমার মা-বাবাকে (রাম ও কৃষ্ণা মুখোপাধ্যায়) তাঁর অফিসে ডেকে পাঠান। আমার মা-বাবা গিয়েছিলেন এটা বলতে যে 'রানি এই ছবিটা করতে ইচ্ছুক নয়'। তারপর উনি আমাকে ফোন করে বলেন, 'বেটা, তুমি খুব বড় ভুল করছ। আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিচ্ছি এবং আমি তোমার বাবা-মাকে ততক্ষণ এখান থেকে বেরোতে দেব না যতক্ষণ না তুমি ছবিটা করতে রাজি হচ্ছো'।'
প্রসঙ্গত, বহুদিন পর রানি মুখোপাধ্যায়কে দেখা যাবে কর্ণ জোহরের টক শো 'কফি উইথ কর্ণ'-এর কাউচে, কাজলের সঙ্গে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।