(Source: ECI/ABP News/ABP Majha)
Main ATAL Hoon: বড়পর্দায় অটলের ভূমিকায় পঙ্কজ, প্রকাশ্যে ছবির মুক্তির তারিখ
Pankaj Tripathi: পঙ্কজ ত্রিপাঠীকে নানা সময়ে নানাভাবে দর্শক পেয়েছেন, এবং প্রত্যেকবারই মন জয় করেছেন তিনি। এবারও 'ম্যায় অটল হুঁ' ছবির ট্রেলারে নজর কেড়েছেন অভিনেতা।
নয়াদিল্লি: ভারতের তিনবারের প্রধানমন্ত্রী (three time Prime Minister), এমন একজন নেতা যাঁকে সাধারণ মানুষ ভালবেসেছেন, সেই শ্রী অটল বিহারি বাজপেয়ীর (Shri Atal Bihari Vajpayee) জীবন সফরের দুর্দান্ত গল্প এবার জীবন্ত হয়ে উঠবে বড়পর্দায়। আসছে 'ম্যায় অটল হুঁ' (Main ATAL Hoon)। এবং মুখ্য চরিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। এবার ঘোষণা করা হল ছবির মুক্তির তারিখও। কবে মুক্তি পাচ্ছে 'ম্যায় অটল হুঁ'?
'ম্যায় অটল হুঁ' ছবির মুক্তির তারিখ প্রকাশ
পঙ্কজ ত্রিপাঠীকে নানা সময়ে নানাভাবে দর্শক পেয়েছেন, এবং প্রত্যেকবারই মন জয় করেছেন তিনি। এবারও 'ম্যায় অটল হুঁ' ছবির ট্রেলারে নজর কেড়েছেন অভিনেতা। তাঁর কঠোর পরিশ্রমের খবরেও অবাক হয়েছেন দর্শক। এবার ঘোষণা করা হল ছবির মুক্তির তারিখ। ২০২৪ সালের ১৯ জানুয়ারি, মুক্তি পাচ্ছে 'ম্যায় অটল হুঁ'।
অটল বিহারি বাজপেয়ীর জীবন নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই তা আলোড়ন সৃষ্টি করে দর্শক মহলে। এরপর যখন অটলজির চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীর প্রথম লুক প্রকাশ্যে আসে, তাজ্জব হয়ে যান সকলে। ফলে বলাই বাহুল্য, এই ছবি নিয়ে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
মঙ্গলবার, পঙ্কজ ত্রিপাঠী, ছবির মুখ্য ভূমিকায় তাঁর বিভিন্ন লুকের পোস্টার শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে মুক্তির তারিখও ঘোষণা করেন তিনি। অভিনেতা লেখেন, 'সোনার হৃদয়... ইস্পাত কঠিন মানুষ... একজন বহুমুখী কবি... নব্য ভারতের স্বপ্নদর্শী। শ্রী অটল বিহারি বাজপেয়ীর গল্প চাক্ষুষ করুন, 'ম্যায় অটল হুঁ', ১৯ জানুয়ারি ২০২৪ প্রেক্ষাগৃহে।'
View this post on Instagram
পুরস্কারজয়ী পরিচালক রবি যাদবের পরিচালনায়, ঋষি বিরমানী, রবি যাদবের লেখা 'ম্যায় অটল হুঁ' ছবির নিবেদক ভানুশালী স্টুডিওড লিমিটেড ও লেজেন্ড স্টুডিওজ, প্রযোজনায় বিনোদ ভানুশালী, সন্দীপ সিংহ ও কমলেশ ভানুশালী।
আরও পড়ুন: Saurav-Darshana: শীঘ্রই ফের সানাই বাজবে টলিপাড়ায়! এবার চার হাত এক হবে সৌরভ ও দর্শনার?
সম্প্রতি পঙ্কজ ত্রিপাঠী সেরা সহ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন, 'মিমি' ছবির জন্য। এই ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে কৃতি শ্যাননও জাতীয় পুরস্কার পান। পঙ্কজ ত্রিপাঠী তাঁর এই সম্মান সদ্যপ্রয়াত বাবাকে উৎসর্গ করেন, যিনি সেই সময়েই মারা যান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।