এক্সপ্লোর
রানি মুখোপাধ্যায় তাঁর কামব্যাক ছবি ‘হিচকি’-র শ্যুটিং শুরু করলেন

মুম্বই: সন্তান জন্মের পর ফের বছরখানেক বাদে রুপোলি পর্দায় ফিরলেন আদিত্য চোপড়ার ঘরণি রানি মুখোপাধ্যায়। মঙ্গলবার থেকে নিজের কামব্যাক ছবি ‘হিচকি’ ছবির শ্যুটিং শুরু করলেন রানি। আর এই ঘোষণাটি করা হয়েছে যশরাজ ফিল্মস-এর পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে। ভিডিওতে রানিকে দেখা যাচ্ছে লম্বা চুলে, তার পিছনে লেখা শ্যুটিং শুরু আজ থেকে। ‘মার্দানি’ ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে রানির অসাধারণ পারফর্ম্যান্সের পর, তিনি ব্যস্ত ছিলেন তাঁর পরিবার নিয়ে। ছবিটি পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ পি মলহোত্রা, প্রযোজনা করেছিলেন মনীষ শর্মা। রানির এই ছবিতে অভিনেত্রীর চরিত্রটি দেখাবে তিনি তাঁর সবচেয়ে বড় দুর্বলতাকে কীভাবে সবচেয়ে বড় শক্তিতে পরিবর্তিত করে। প্রসঙ্গত, আগে একবার রানি বলেওছিলেন, তিনি এরপর এমন কোনও চিত্রনাট্য নিয়েই কাজ করবেন, যেটা তাঁকে নতুন কিছু করার আগ্রহ দেবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















