Rani Mukherjee: শাঁখা-সিঁদুর জামদানিতে বঙ্গকন্যা রানি, লড়াই করবেন দেশের সরকারের সঙ্গে!
Rani Mukherjee's New Film: সূত্রের খবর, এই ছবির হাত ধরেই হিন্দি ছবিতে ডেবিউ করছেন অনির্বাণ ভট্টাচার্য্য। এই বছরের মে মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির
মুম্বই: এই ছবিতে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন টলিউডের এক অভিনেতাও। মুক্তি পেল রানি মুখোপাধ্যায় (Rani Mukherji)-র নতুন হিন্দি ছবি 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' (Mrs. Chatterjee Vs Norway) ছবিতে অভিনেত্রীর প্রথম লুক। সাদা গোলাপি জামদানি শাড়ি, সিঁথিতে সিঁদুর, রানি মুখোপাধ্যায়ের লুক মনে করাচ্ছে কোনও বাঙালি বধূর কথাই।
সূত্রের খবর, এই ছবির হাত ধরেই হিন্দি ছবিতে ডেবিউ করছেন অনির্বাণ ভট্টাচার্য্য। এই বছরের মে মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যায় ছবিটি। আজ সোশ্য়াল মিডিয়ায় তরণ আদর্শ ভাগ করে নিয়েছেন ছবিতে রানির প্রথম লুক। সেইসঙ্গে জানিয়েছেন, 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ৩ মার্চ।
আরও পড়ুন: Jeetu Nabanita: জিতু-নবনীতাকে হেনস্থায় অভিযুক্ত ধৃত ৪ জনের জামিন মঞ্জুর, পাল্টা অভিযোগ দায়ের
সত্যঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে রানিকে দেখা যাবে একজন মায়ের ভূমিকায়। আজ মুক্তি পাওয়া লুকে, রানির হাতে দেখা যাচ্ছে শাঁখা-পলা। কাঁধে রয়েছে একটি ঝোলা ব্যাগ। কোমরের কাছে আঁকড়ে ধরেছেন একটি পুতুল। তাঁর চোখেমুখে গভীর উদ্বেগ ফুটে উঠেছে। গল্পের মূল উপজীব্য সরকার বনাম এর মায়ের লড়াই নিয়ে। পারিবারিক অশান্তি এবং সন্তান প্রতিপালনে গাফিলতির জন্য মায়ের থেকে সন্তানকে আলাদা করে নরওয়ে সরকার। সেই অভিভাবকত্বের অধিকারের লড়াই ফিরে পাওয়ার জন্য এক মায়ের লড়াইকে ফুটিয়ে তোলা হবে এই ছবিতে।
View this post on Instagram