Jeetu Nabanita: জিতু-নবনীতাকে হেনস্থায় অভিযুক্ত ধৃত ৪ জনের জামিন মঞ্জুর, পাল্টা অভিযোগ দায়ের
Jeetu Nabanita Case Update: অভিনেতা দম্পতি ও তাঁদের গাড়ি চালকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। গালিগালাজ, মারধর ও গাড়ি ভাঙচুর করেছেন জিতু ও তাঁর গাড়িচালক, পাল্টা অভিযোগ পিক আপ ভ্যানের চালকের
কলকাতা: অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) ও নবনীতা দাসকে (Nabanita Das)-কে হেনস্থার ঘটনায় ধৃত ৪ জনের জামিন মঞ্জুর। আজ ধৃত ৪ জনের জামিন মঞ্জুর করে ব্যারাকপুর মহকুমা আদালত।
অন্যদিকে, নিমতা থানায় অভিনেতা দম্পতি ও তাঁদের গাড়ি চালকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। গালিগালাজ, মারধর ও গাড়ি ভাঙচুর করেছেন জিতু ও তাঁর গাড়িচালক, পাল্টা অভিযোগ পিক আপ ভ্যানের চালকের। গতকাল থেকে এই ঘটনায় মোট ৪জনকে গ্রেফতার করা হয়েছিল। আজ সবারই জামিন হয়।
বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। অন্য একটি গাড়ি তাঁদের গাড়িটিকে ধাক্কা মারে। এরপর তাঁদের গাড়ি চালক ওই গাড়িতে থাকা যুবককে ধরার চেষ্টা করে। জিতুর কথা অনুসারে, তাঁর চালক ওই যুবককে দাঁড়াও-দাঁড়াও বলার সময়ই হাত লেগে অন্য গাড়িটির কাচ ভেঙে যায়। এরপর পুলিশের সাহায্য চাইলেও তাঁরা তা পাননি। ASI পরশুরামবাবুর বিরুদ্ধেই হেনস্তার অভিযোগ করেছেন জিতুও।
আরও পড়ুন: Rashmika Mandanna: 'কান্তারা' দেখেননি বলে কটাক্ষের শিকার, অবশেষে মুখ খুললেন রশ্মিকা
তিনি আরও অভিযোগ করেন, পুলিশ নাকি উল্টে তাঁদেরকেই হুমকি দেন ' লক আপ করে দেব ... তোলা হবে সবকটাকে '। সেই সঙ্গে চালককে মারধরও করতে শুরু করে একদল মত্ত যুবক। তাঁদের বিরুদ্ধে এফআইআরও করা হয়। যাঁরা গাড়িতে ধাক্কা মেরেছে, তারাই উলটে চড়াও হয়। এমনই অভিযোগ তুললেন জিতু কমল ও স্ত্রী নবনীতা। গাড়ির লোকজন উলটে তাঁদেরই হুমকি দেয় এবং সেটিও নাকি পুলিশের সামনেই।
এরপর, অভিনেত্রী নবনীতা দাস ফেসবুক পোস্টে লেখেন, ''খুব বড় শিক্ষা পেলাম আজ। ‘সেলিব্রিটি বা চেনা মুখ’ এই সকল তকমাতে আমি বিশ্বাসী নই। সাধারণ মানুষ হিসেবে বিচার চাইতে গিয়েছিলাম, পরশুরাম বাবুর কাছে৷ দারুণ ভয় পাওয়ালেন স্যর। পরশুরাম বাবু আপনিই শ্রেষ্ঠ, আপনি ‘পুলিশ’। '' ফেসবুক পোস্টে লেখেন অভিনেত্রী নবনীতা দাস।