Ranveer Allahbadia: পিছনে পুলিশ, সাইবার শাখা, মহিলা কমিশন...সুপ্রিম কোর্ট স্বস্তি দিতে পারবে রণবীর ইলাহাবাদিয়াকে?
Ranveer Allahbadia in Supreme Court: রণবীরের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ছেলে অ্যাডভোকেট অভিনব চন্দ্রচূড়।

রসাতলে গিয়েছে বহু কষ্টে অর্জিত খ্যাতি। দলে দলে আনফলোও করছেন ফলোয়াররা। উঠেছে প্রেমিকারও হাত ছেড়ে যাওয়ার গুঞ্জন। একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ার স্টার-পডকাস্টারকে ঠেলে ফেলেছে খাদে। 'অশ্লীল' মন্তব্যের জন্য জেরবার অবস্থা রণবীর ইলাহাবাদিয়ার। ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েও সমস্যা মেটেনি, তাঁকে দৌড়তে হল সুপ্রিম কোর্টেও। ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে রণবীর এক প্রতিযোগীকে বলেন, 'বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করবে?'এই মন্তব্য নিয়ে যাবতীয় জলঘোলা ।
দেশজুড়ে রণবীরের বিরুদ্ধে একাধিক এফআইআর জমা হওয়ায় রণবীর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাঁকে বাঁচানোর আবেদন জানান। মামলাগুলি খারিজ করার জন্য শীর্ষ আদালতে আবেদন জানান । শীর্ষ আদালতে মঙ্গলবার পডকাস্টার রণবীর ইলাহাবাদিয়ার মামলার শুনানি। ইতিমধ্যেই, জাতীয় মহিলা কমিশন রণবীর এলাহাবাদিয়া এবং অন্যান্যদের একটি নতুন সমন পাঠিয়েছে। ওই গ্রুপের সদস্যদের বিরুদ্ধে একটি নতুন এফআইআরও নথিভুক্ত করা হয়েছে।
মহারাষ্ট্র পুলিশের নাকি এখনও রণবীর ইলাহাবাদিয়ার সঙ্গে যোগাযোগই করতে পারেনি। সুপ্রিম কোর্টে,মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চে রণবীর ইলাহাবাদিয়ার আবেদনের শুনানি হবে। এতে , তাঁর বিরুদ্ধে দায়ের করা বেশ কয়েকটি এফআইআর একত্রিত করার দাবি করা হয়েছে। রণবীরের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ছেলে অ্যাডভোকেট অভিনব চন্দ্রচূড়।
সোমবার জাতীয় মহিলা কমিশনের সমনে সাড়া দেননি পডকাস্টার । রণবীর সময় রায়না, অপূর্ব মুখিজা, আশীষ চঞ্চলানি, তুষার পূজারি এবং সৌরভ বোথদের কেউই হাজির হননি কমিশনের তলবে। এমন পরিস্থিতিতে, কমিশন এই ব্যক্তিদের নতুন করে সমন করেছে। ৬ মার্চ হাজিরা দিতে বলা হয়েছে।
অন্যদিকে সাইবার সেলের নোটিসেও সাড়া দেননি সময় রায়না। দেশের বাইরে আছেন বলে হাজিরা এড়িয়েছেন। সময় ভার্চুয়ালি উপস্থিত থাকতে চাইলেও সাইবার সেল প্রত্যাখ্যান করে। সময় বর্তমানে আমেরিকায় আছেন এবং ১৭ মার্চ ভারতে ফিরে আসবেন। সাইবার সেল রণবীর ইলাহাবাদিয়াকে ২৪ ফেব্রুয়ারি তলব করেছে।
এদিকে যে প্রতিযোগীর উদ্দেশে করা মন্তব্য নিয়ে এত জলঘোলা, সেই প্রতিযোগী রণবীর, সময়দের পাশে থাকারই বার্তা দিয়েছেন। প্রতিযোগী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছেন,'আমি চাই না যে আমার প্রিয় প্রোডিউসররা কোনও কারণ ছাড়াই মানুষের থেকে ঘৃণার পাত্র হন। অর্ধেক মানুষ জানেও না যে সেই পর্বে কী ঘটেছিল।' প্রতিযোগী আরও বলেন, 'আমি সময়কে খুব ভালোবাসি।' 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্টের আগে আমার দেখা সবচেয়ে বিনয়ী ব্যক্তি হলেন সময়।'






















