এক্সপ্লোর
Advertisement
২০২০ সালের অস্কারের দৌড় থেকে ছিটকে গেল রণবীর-আলিয়ার ‘গাল্লি বয়’
২০২০-র অস্কারের দৌড় থেকে ছিটকে গেল রণবীর-আলিয়া অভিনীত, জোয়া আখতার পরিচালিত ‘গাল্লি বয়’। ৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা দশের মধ্যে জায়গা করে নিতে পারল না এই ছবি। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ৯১টি ছবির মধ্যে একটি ছিল জোয়ার ‘গাল্লি বয়’।
লস অ্যাঞ্জেলেস: ২০২০-র অস্কারের দৌড় থেকে ছিটকে গেল রণবীর-আলিয়া অভিনীত, জোয়া আখতার পরিচালিত ‘গাল্লি বয়’। ৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা দশের মধ্যে জায়গা করে নিতে পারল না এই ছবি। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ৯১টি ছবির মধ্যে একটি ছিল জোয়ার ‘গাল্লি বয়’। সেইখান থেকেই সেরা ১০ বাছাইয়ের সময় বাতিল হয়ে যায় বলিউডের এই ছবি।
সেরা ১০ ছবির তালিকায় যারা জায়গা করে নিল, সেই ছবিগুলি হল, সাউথ কোরিয়ার প্যারাসাইট, স্পেনের পেন অ্যান্ড গ্লোরি, চেকোশ্লোভাকিয়ার ‘দ্য পেন্টেড বার্ড’, এস্টোনিয়ার ‘ট্রুথ অ্যান্ড জাস্টিস’, ফ্রান্সের ‘লেস মিজারেবেল’, হাঙ্কেরির ‘দোজ হু রিমেনডেড’, উত্তর ম্যাসেডোনিয়ার ‘হানিল্যান্ড’, পোল্যান্ডের ‘কর্পাস ক্রিস্টি’, রাশিয়ার ‘বেনপোল’ ও সেনেগালের ‘অ্যাটল্যানটিকা’।
আগামী বছরের ফেব্রুয়ারী মাসের ২০ তারিখ চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। হলিউডের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারে বেছে নেওয়া হবে ২০২০-র অস্কার বিজয়ী ছবির নাম।
‘গাল্লি বয়’-এর সঙ্গে সঙ্গে আবারও অস্কারের দৌড় থেকে ছিটকে পড়ল ভারত। শেষবার ২০০১ সালে আমির খান-গ্রেসি সিং অভিনীত ‘লগান’ ছবির জন্য অস্কার জিতেছিল ভারত।
এর আগে ১৯৫৮ সালে 'মাদার ইন্ডিয়া', ১৯৮৯ সালে 'সালাম বোম্বে' ও অন্যান্য ছবি জায়গা করে নিয়েছিল অস্কারের সেরা ৫ ছবির তালিকায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement