Deepika-Ranveer: হেসে লাল দীপিকা! বিবাহবার্ষিকীতে এমন কী করলেন রণবীর?
Ranveer Singh wishes Deepika Padukone: অনেকেই জানেন, তাঁদের প্রেম শুরু হয়েছিল 'গোলিয়োঁ কি রাসলীলা-রাম লীলা' ছবির সেট থেকেই
কলকাতা: তিনি চিরকালই বলেন, তিনি তাঁর জীবনে স্বপ্নের মানুষটাকে পেয়ে গিয়েছেন। তাঁর প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজেই যেন তিনি বিশেষ অনুভূতি দিতে চান তাঁর প্রেয়সীকে। আর আজ.. তাঁদের বিয়ের দিন। ৬ বছরে পা দিল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহের (Ranveer Singh)-এর বিয়ের। আর তাই.. সোশ্যাল মিডিয়ায় দীপিকার বিভিন্ন মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন রণবীর সিংহ। তার কোনোটায় দেখা গেল, সফরে গিয়েছেন দীপিকা। কোনোটায় আবার দেখা গেল, হেসে গড়াগড়ি যাচ্ছেন বলিউডের 'মস্তানি'।
সোশ্যাল মিডিয়ায় আজ রণবীর দীপিকার একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন। লিখেছেন, ' প্রত্যেকটা দিনই স্ত্রীকে ভালবাসার দিন। প্রশংসা করার দিন। তবে আজকের দিনটা শুধু আমার। শুভ বিবাহবার্ষিকী দিপীকা। তোমায় ভালবাসি।' সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন রণবীর। তার প্রথমটি ভিডিও, সেখানে দেখা যাচ্ছে, বিখ্যাত সেই গালে টোল পড়া হাসিতে মাতাচ্ছেন দীপিকা। হেসে কার্যত লাল হয়ে যাচ্ছেন তিনি। অন্যান্য ছবিগুলি একা দীপিকারই। কোনোটা সফরের তো কোনোটায় খাবার খাচ্ছেন। কখনও আবার একেবারে মেকআপ ছাড়া বসে রয়েছেন বাড়িতে। দীপিকার একগুচ্ছ অদেখা ছবি শেয়ার করে নিয়েছেন রণবীর। তবে নতুন মা সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করে নেননি। তিনি ব্যস্ত ছোট্ট দুয়াকে নিয়ে।
অনেকেই জানেন, তাঁদের প্রেম শুরু হয়েছিল 'গোলিয়োঁ কি রাসলীলা-রাম লীলা' ছবির সেট থেকেই। কিন্তু এই সেটে কী ঘটেছিল? সেই কথা একটি টক শো-তে প্রকাশ্যে এনেছিলেন রণবীর। রণবীর সেই শো-তে বলেছিলেন, একটি বিশেষ দিনের কথা। দিনটি ছিল ছবির ব়্যাপ আপের দিন। সেটে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই সবাই কাঁকড়া খাচ্ছিলেন। দীপিকা ও রণবীর কথা বলতে বলতেই কাঁকড়া খাচ্ছিলেন। হঠাৎ রণবীর দেখেন, দীপিকার দাঁতের ফাঁকে কাঁকড়া লেগে রয়েছে। সেইটা রণবীর দীপিকাকে বলেও দেন। রণবীর ভেবেছিলেন দীপিকা বোধহয় খুব অপ্রস্তুত হবেন। লজ্জায় পড়বেন। কিন্তু তা হল না। দীপিকা এক ফোঁটাও অপ্রস্তুত হলেন না। বরং রণবীরকেই বললেন, দাঁত থেকে কাঁকড়াটা বের করে দিতে। এতে উল্টে সমস্যায় পড়লেন রণবীরই। লজ্জাই পেলেন। তবুও তিনি হাত দিয়েই দীপিকার দাঁত থেকে কাঁকড়া বের করে দিলেন। তার সেই সময়ে যেন রণবীরের মতো হল তাঁর শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। সেদিন যেন নতুন করে দীপিকার প্রেমে পড়ে গিয়েছিলেন রণবীর।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।