Rapper Badshah Fined : জনপ্রিয় ব়্যাপার বাদশা-র মোটা টাকা জরিমানা, কত টাকার চালান কাটল ট্র্যাফিক পুলিশ ?
Bollywood News: দীর্ঘ ট্র্যাফিক থাকায়, বাদশার কনভয়ে থাকা SUV রাস্তার ভুল দিকে ঢুকে যায়।
গুরুগ্রাম : জরিমানার মুখে জনপ্রিয় ব়্যাপার তথা বলিউডের অন্যতম নামী শিল্পী বাদশা। গুরুগ্রাম ট্র্যাফিক পুলিশ তাঁর নামে ১৫ হাজার টাকার চালান কাটল। কারণ, তিনি রাস্তায় ভুল দিকে গাড়ি চালাচ্ছিলেন, এর পাশাপাশি গাড়িতে তারস্বরে বাজছিল গান। ব়্যাশ ড্রাইভিংয়ের জন্যই তাঁকে এই 'শাস্তি' বলে জানানো হয়েছে।
১৫ ডিসেম্বর সোহানা রোডের একটি মলে পাঞ্জাবি গায়ক করণ আউজলার একটি কনসার্টে বিশেষ উপস্থিতির জন্য এসেছিলেন বাদশা। সেই সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। Mahindra Thar গাড়িতে চেপে আসেন গায়ক। এই গাড়িটি পাণিপথের বাসিন্দা জনৈক দীপেন্দর মালিকের নামে রয়েছে।
দীর্ঘ ট্র্যাফিক থাকায়, বাদশার কনভয়ে থাকা SUV রাস্তার ভুল দিকে ঢুকে যায়। ঘটনাটি তখন মোবাইলবন্দি করে নেন আশপাশের পথচারীরা। সোশাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই ব্যবস্থা নেয় ট্র্যাফিক পুলিশ । ব়্যাপার বাদশাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় সোমবার। ট্র্যাফিক ইন্সপেক্টর দেবেন্দর কুমার বলেন, "চালান কাটা হয়েছে। খারাপ গাড়ি চালানো, গাড়িতে জোরে গান চালানো এবং রাস্তার ভুল দিকে গাড়ি চালানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। "
তবে ট্র্যাফিক পুলিশের তরফে এও জানানো হয়েছে, বাদশা গাড়ি চালাচ্ছিলেন না। তিনি শুধু গাড়িতে ছিলেন।
এই ঘটনা প্রসঙ্গে গুরুগ্রাম পুলিশের জনসংযোগ আধিকারিক সন্দীপ কুমার বলেন, সোহানা রোডে তিনটি গাড়ি ভুল দিকে চালানো হচ্ছে বলে গতকাল খবর পায় গুরুগ্রাম পুলিশ। সেখানে একটি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছিল। তথ্যের ভিত্তিতে একটি গাড়ির নম্বর প্লেট অনুযায়ী ভুল দিকে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তদন্তে উঠে আসে যে, গাড়িটি বাদশার কনভয়। অন্য দু'টি গাড়ির টেম্পোরারি রেজিস্ট্রেশ ছিল। বিস্তারিত তদন্ত চলছে।
ওই কনসার্টে, বিশেষ অতিথি হিসাবে বাদশা ছাড়াও ছিলেন বরুণ ধাওয়ান ও ক্রুষ্ণা ।
এই ঘটনার পর নতুন করে ব়্যাপারকে ঘিরে থাকা একাধিক বিতর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে। গতমাসেই চণ্ডীগড়ে বাদশার ক্লাব লক্ষ্য করে বিস্ফোরণ হয়। গ্যাংস্টার গোল্ডি ব্রার এই বিস্ফোরণ ঘটায় বলে দাবি করা হয়। গোল্ডি আবার লরেন্স বিষ্ণৈ গ্যাংয়ের সদস্য। সেক্টর ২৬ ক্লাবের বাইরে ওই বিস্ফোরণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।