Taapsee Pannu: কোন ধরনের ছবির জন্য তিনি উপযুক্ত নন? জানাচ্ছেন তাপসী পান্নু
একের পর এক অন্য ধরনের ছবিতে অভিনয় করে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাতকারে জানালেন যে, কোন ধরনের ছবিতে অভিনয় করার জন্য তিনি একেবারেই উপযুক্ত নন।
মুম্বই : সদ্যই মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর (Taapsee Pannu) নতুন ছবি 'রশ্মি রকেট' (Rashmi Rocket)। এই ছবিতে অসাধারণ অভিনয় করে সমালোচকদের থেকেও প্রশংসা আদায় করে নিয়েছেন অভিনেত্রী। যদিও ছবিটি সিনেমাহলে নয়, মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। একের পর এক অন্য ধরনের ছবিতে অভিনয় করে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাতকারে জানালেন যে, কোন ধরনের ছবিতে অভিনয় করার জন্য তিনি একেবারেই উপযুক্ত নন।
সদ্য মুক্তি পাওয়া 'রশ্মি রকেট' ছবিতে একজন অ্যাথলিটের ভূমিকায় দেখা গিয়েছে তাপসী পান্নুকে। তিনি এমন একজন অ্যাথলিটের চরিত্রে অভিনয় করেছেন, যাঁকে খেলাধুলোর জগত্ থেকে নির্বাসিত করা হয় তাঁর শরীরে টেস্টোস্টেরনের মতো পুরুষ হরমোন বেশি থাকার কারণে। খেলার জগতে দুর্নীতি এবং লিঙ্গভেদের অন্ধকার দিক ফুটে উঠেছে 'রশ্মি রকেট' ছবিতে। এই ছবিতে অভিনয় করার জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করতে হয়েছে তাপসী পান্নুকে। অভিনেত্রী বলছেন, 'আমার অন্যান্য ছবিগুলির মধ্যে রশ্মি রকেট অন্যতম এবং বিশেষ ছবি হয়ে থাকবে। যেদিন থেকে এই ছবির গল্প শুনেছিলাম, বুঝেছিলাম, এই ছবিতে অভিনয় করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। নাহলে এমন একটা চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে পারবো না। প্রায় একটা বছর ধরে আমি অ্যাথলেটিক্সের প্রশিক্ষণ নিয়েছি। গতবছর জানুয়ারি মাস থেকে ট্রেনিং শুরু করেছি। আর তা চলেছে শ্যুটিং শেষ হওয়ার দিন পর্যন্ত। ফিট থাকার জন্য কি না করতে হয়েছে। আমি যে বিল্ডিংয়ে থাকি, সেই চল্লিশ-তলা বিল্ডিংয়ে সিঁড়ি দিয়ে রোজ দৌড়ে ওঠা-নামা করতাম। এছাড়াও জিম এবং ট্র্যাকে দৌড়নোর অনুশীলন করতে হত। ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার দৌড়নোর জন্য নিয়ম করে প্র্যাকটিস করতে হত। রশ্মি রকেট আমার শরীরের সঙ্গে সঙ্গে আমার দৈনন্দিন জীবনযাত্রাকেও বদলে দিয়েছে।'
আরও পড়ুন - Shahrukh Diwali Advt: সামনেই দীপাবলি, মুহূর্তে ভাইরাল শাহরুখ খানের ক্যাডবেরির বিজ্ঞাপন
'থাপ্পড়', 'পিঙ্ক', 'হাসিন দিলরুবা', 'নাম শাবান', একাধিক অন্য ধারার ছবিতে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন তাপসী পান্নু। চরিত্রে বাছার ক্ষেত্রে এমন ছবি কেন বেছে নেন? তাপসী বলেন, 'আমার মনে হয় আমি মস্তিষ্কহীন বিনোদনের ছবিতে একেবারেই অভিনয় করতে পারব না। এই ধরনের চরিত্রের জন্য আমি মানানসই নই। যে ছবিতে আমার চরিত্রে জোর রয়েছে, সেই ছবিতে অভিনয় করতেই পছন্দ করি। সেটা কমার্শিয়াল ছবিও হতে পারে। আবার আর্ট ছবিও হতে পারে।'