Vijay-Rashmika: প্রকাশ্যে দিনক্ষণ, আগামী বছরের প্রথমেই উদয়পুরে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বিজয়-রশ্মিকা!
Rashmika Mandanna and Vijay Deverakonda: শোনা যাচ্ছে, আর মাস চারেক বাদেই নাকি চার হাত এক হতে চলেছে বিজয় আর রশ্মিকার।

কলকাতা: গুঞ্জন ছিল অনেকদিনই.. তবে এবার কি সত্যিই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) আর বিজয় দেবরাকোন্ডা (Vijay Deverakonda)? শোনা গিয়েছিল, গোপনে নাকি বাগদান সেরে ফেলেছেন তাঁরা। তার প্রমাণ ও মিলেছিল অচিরেই। রশ্মিকার আঙুলে দেখা গিয়েছিল বিশাল বড় এক ঝলমলে হিরের আংটি। তবে এখনও বাগদান নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেননি এই যুগল। তবে এবার প্রকাশ্যে চলে এল, তাঁদের বিয়ের দিন থেকে শুরু করে যাবতীয় পরিকল্পনা!
শোনা যাচ্ছে, আর মাস চারেক বাদেই নাকি চার হাত এক হতে চলেছে বিজয় আর রশ্মিকার। সম্প্রতি একটা সাক্ষাৎকারে রশ্মিকা কেবল বলেছিলেন, 'লোকে সবাই, সবটাই জানেন।' এর পরে আর কিছু বলেননি রশ্মিকা। তবে রুপোলি পর্দার অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি নাকি সাত পাকে ঘুরতে চলেছেন বিজয় আর রশ্মিকা। তবে হায়দরাবাদে নয়, তাঁদের বিয়ের আসর বসবে উদয়পুরে। এই প্রথম নয়, এর আগেও একাধিক বলি অভিনেতা ও অভিনেত্রী ডেস্টিনেশন ওয়েডিং-এর জায়গা হিসেবে বেছে নিয়েছেন রাজস্থানকে। সেই পথেই হাঁটতে চলেছেন বিজয় ও রশ্মিকা।
শোনা যায়, ২০১৮ থেকে ২০২৫... সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন বিজয় আর রশ্মিকা। তবে কখনোই নিজেদের মুখে নিজেদের সম্পর্কের কথা বলেননি তাঁরা। তবে হামেশাই, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন তাঁরা, তবে ছবি দিতেন আলাদা আলাদা। অবেশেষে, সব জল্পনার অবসান ঘটিয়ে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। উদয়পুরের এক প্যালেসে বসবে তাঁদের বিয়ের আসর। প্রিয়ঙ্কা চোপড়া - নিক জোনাস থেকে শুরু করে ভিকি কৌশল - ক্যাটরিনা কইফ.. প্রত্যেকেই নিজেদের বিয়ের জন্য বেছে নিয়েছিলেন রাজস্থানের বিভিন্ন বিলাসবহুল প্যালেস। আর এবার, তেমনই পরিকল্পনা করতে চলেছেন বিজয় ও রশ্মিকা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসেছেন রশ্মিকা মন্দানা। সেখানে সঞ্চালক রশ্মিকাকে শুভেচ্ছা জানান। তাঁর কথা শুনে প্রথমে অভিনেত্রী চমকে যান এবং পরে লজ্জা পান। এর পরে, সঞ্চালক বলেন যে, তিনি আসলে তাঁর নতুন পারফিউম লাইনের জন্য তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু অন্য কিছুও কি আছে? তখন রশ্মিকা বলেন, 'না, না,' এবং তারপর হেসে বলেন, 'আসলে, অনেক কিছু ঘটছে। তাই আমি আপনাদের সমস্ত শুভেচ্ছা গ্রহণ করব..'।
সূত্র মারফত জানা গিয়েছে, সদ্যই পারিবারিক অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন রশ্মিকা ও বিজয়। বিজয়ের বাড়িতেই বাগদান সম্পন্ন হয় তাঁদের। পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠজনের উপস্থিতিতে একসঙ্গে ভবিষ্যৎ গড়তে অঙ্গীকারবদ্ধ হয়েছেন তাঁরা।






















