Rashmika Mandanna: 'এই গানটা প্রথমবার শুনেই মনে হয়েছিল..' 'গুডবাই'-এর নতুন গান নিয়ে কী বললেন রশ্মিকা?
Rashmika Mandanna: বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, পাভেল গুলাটি, এলি আব্রাম, সুনীল গ্রোভার, সাহিল মেহতা, রশ্মিকা মন্দানাকে
মুম্বই: মুক্তি পেল অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) অভিনীত ছবি গুডবাই (Goodbye) ছবির নতুন গান দ্য হিক সঙ (The Hic Song)। আর সেই গানের তালে পা মিলিয়ে আসর জমিয়ে দিলেন রশ্মিকা। হাসিখুশি চনমনে রশ্মিকাকে দেখা গেল নিজস্ব ছন্দে।
গানটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রশ্মিকা লিখেছেন, 'যখন থেকে এই গানটা প্রথমবার শুনেছি, আমি নিজেকে নাচ করা থেকে যেন থামাতে পারছি না। আশা করি আমার মতো আপনারাও সবাই এই গানটা ভালোবাসবেন।' এই গানে রশ্মিকাকে নাচের ছন্দে পা মেলাতে দেখা যাচ্ছে।
বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, পাভেল গুলাটি, এলি আব্রাম, সুনীল গ্রোভার, সাহিল মেহতা, রশ্মিকা মন্দানাকে।
'গুড বাই' ছবিটি আত্মবিশ্লেষণের। প্রত্যেক পরিস্থিতিতে পরিবার ও উদযাপনের প্রয়োজনীয়তা বলবে এই ছবি। ভাল্লা পরিবার বলবে সেই গল্প। এই ছবি সেই সমস্ত ভারতীয় পরিবারের গল্প বলবে যারা দুর্যোগের মুহূর্তে একত্রিত হয়ে ভোরের আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে, পরিবারের কাছের কেউ ছেড়ে গেলেও বাকিরা বেঁধে বেঁধে থাকার প্রতিশ্রুতি নেয়।
একতা কপূরের প্রযোজনায় এই ছবি প্রেক্ষাগৃহে হাজির হবে ৭ অক্টোবরে। উল্লেখ্য, এই ছবি ছাড়াও রশ্মিকাকে সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে 'মিশন মজনু' ছবিতে দেখা যাবে। এছাড়া সন্দীপ রেড্ডির পরিচালনায় রণবীর কপূরের সঙ্গে 'অ্যানিমল' ছবিতেও দেখা যাবে তাঁকে।
View this post on Instagram