Mission Everest: বাঙালির পাহাড় ছোঁয়ার স্বপ্নের গল্প বলবেন চান্দ্রেয়ী, পুজোয় মুক্তি পাবে 'মিশন এভারেস্ট'
Mission Everest Trailer: সুনীতা হাজরার মাউন্ট এভারেস্ট জয়ের অভিজ্ঞতা নিয়ে তৈরি হয়েছে দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি 'মিশন এভারেস্ট'। মুখ্যভূমিকায় অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ
কলকাতা: বরফের সঙ্গে লড়াই, প্রকৃতিকে জয় করার ইচ্ছা.. পুজোয় আসছে চান্দ্রেয়ী ঘোষ (Chandrayee Ghosh) অভিনীত নতুন ছবি মিশন এভারেস্ট (Mission Everest) । আজ মুক্তি পেল ছবির ট্রেলার (Trailer) । চান্দ্রেয়ী ছাড়াও এই ছবিতে অভিনয়ে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilaal Mukherjee), চৈতি ঘোষাল (Chaiti Ghoshal) ও অন্যান্যদের ।
সুনীতা হাজরার মাউন্ট এভারেস্ট জয়ের অভিজ্ঞতা নিয়ে তৈরি হয়েছে দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি 'মিশন এভারেস্ট' । মুখ্যভূমিকায় অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ । বরফের মধ্যে শ্যুটিং, পাহাড়ে দীর্ঘ অভিনয় নেহাত সহজ ছিল না । ট্রেলারের গোটাটায় দেখা যাচ্ছে সেই গল্প । আর ট্রেলারের শুরুতেই স্বমহিমায় রয়েছেন তিনি, যাঁকে ঘিরে এই গল্প । সুনীতা হাজরা । এক বাঙালির জয়ের গল্প ।
আরও পড়ুন: Salman Khan: সলমনকে খুনের পরিকল্পনা নিয়ে পানভেলের ফার্মহাউজ বারবার রেইকি করেছিল আততায়ীরা!
এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh), দীপ শংকর দে (Deep Shankar Dey), মেঘা চৌধুরী (Megha Chowdhury), গৌতম মুখোপাধ্যায় (Goutam Mukherjee), অম্লান মজুমদার (Amlan Majumder), তীর্থঙ্কর রায় (Tirthankar Roy), পৌলমী সাহা (Poulam Saha), কৌশিক কর (Koushik Kar), কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায় (Krishna Kishore Mukherjee), শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee), চৈতি ঘোষাল (Chaiti Ghoshal), দেব্রাজন নাগ (Debranjan Nag), রানা মিত্র (Rana Mitra), বিদিশা চৌধুরী (Bidisha Chowdhury), সঞ্জয় দাশ (Sanjay Das), তাসি (Tashi), লাপা (Lapa) ও অন্যান্যরা ।
সোশ্যাল মিডিয়ায় এই ট্রেলার ভাগ করে নিয়েছেন চান্দ্রেয়ী নিজেই ।
View this post on Instagram