Rashmika Mandanna: ‘খুব খুব খুব উত্তেজিত, নার্ভাসও লাগছে…’ আগামীকালই বড় চমক দেবেন রশ্মিকা ! কী ঘটতে চলেছে ?
Rashmika Mandanna Hints Big Reveal: ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন রশ্মিকা যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘ঠিক আছে, আমি যেন বিশ্বাস করতেই পারছি না যে অবশেষে আমি এই রেকর্ডিং করতে পারছি।'

মুম্বই: দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা অনেক দিন ধরেই ভক্ত-অনুরাগীদের জন্য ইঙ্গিত দিচ্ছেন যে তাদের জন্য বড় কিছু আসতে চলেছে। অনুরাগীদের (Entertainment News) জন্য বড় কিছু অপেক্ষা করছে। আর এই উত্তেজনা আরও বাড়িয়ে ‘পুষ্পা ২’-র অভিনেত্রী (Rashmika Mandanna) প্রকাশ করেন যে আগামীকাল সোমবারই অনুরাগীদের জন্য এই চমক দেবেন রশ্মিকা।
ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন রশ্মিকা যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘ঠিক আছে, আমি যেন বিশ্বাস করতেই পারছি না যে অবশেষে আমি এই রেকর্ডিং করতে পারছি। আমার হৃদয়ের খুব কাছের কিছু বিষয় নিয়ে আমি কাজ করছি। এটি কেবল একটি নিছক প্রকল্প নয়, এটি এমন কিছু যা আমি আপনার জন্য আমার ভালবাসা ঢেলে দিয়েছি, প্রতিটি বার্তার জন্য, প্রতিটি মানুষের ভালবাসার জন্য, যা আপনি বছরের পর বছর ধরে আমাকে দিয়ে এসেছেন। আর সেই ভালবাসারই একটি অংশ এবার আপনার সঙ্গে আমিও ভাগ করে নেব।’
রশ্মিকা আরও বলেন, ‘আমি আশা করি যে তুমি এটা অনুভব করবে এবং এটা পছন্দ করবে। এটা তোমার সঙ্গে শেয়ার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটি আগামীকাল থেকেই শুরু হচ্ছে, এবং আমি এটা নিয়ে খুবই উত্তেজিত, খুবই নার্ভাস লাগছে আমার এবং একইসঙ্গে আমি এর জন্য খুবই কৃতজ্ঞ।’ রশ্মিকার ইনস্টাগ্রামের শেষ পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘কিছুদিন ধরেই নিজের কাছে বিশেষ কিছু রেখে দিয়েছি। আর বিশ্বাস করো যখন আমি এটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই তখন এটা সহজ নয়। আর একট সময় শুধু অপেক্ষা করো…’।
View this post on Instagram
গতকাল ‘অ্যানিম্যাল’ ছবির অভিনেত্রী শেয়ার করেছেন যে তিনি শীঘ্রই একটি নতুন ব্যবসা শুরু করবেন। রশ্মিকা তাঁর ইনস্টাগ্রামে তাঁর মায়ের সঙ্গে সাম্প্রতিক কথোপকথনের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। রশ্মিকা জানান, ‘আজ আমি খুব খুব গুরুত্বপূর্ণ কিছুর শ্যুটিং করতে যাচ্ছি, যা তুমি বলেছিলে আমায়, একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি।’ তাঁর মা এর উত্তরে বলেন, ‘তুমি ভাল করে কাজ করো। ভাল ফল পাবে’। তবে এই পোস্টে রশ্মিকা কোন ব্যবসা শুরু করতে চলেছেন তা স্পষ্ট করে বলা হয়নি। সেটি একটি রহস্য থেকেই গিয়েছে।























