Rashmika Mandhana: রশ্মিকার হাতে বিশাল হীরের আংটি, বাগদান সারলেন? প্রকাশ্যে এল সত্যিটা
Rashmika Engagement: দুবাইয়ে অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস (SIIMA) 2025-এর রেড কার্পেটে হাজির ছিলেন রশ্মিকা

কলকাতা: নায়িকার অনামিকায় ঝলমল করছে একটা বড় হীরের আংটি। এই ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় সিনেপাড়া। তবে কি সবার আড়ালে, চুপি চুপি বাগদান সেরে ফেললেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana)? পাত্র কি বিজয় দেবারাকোন্ডা (Vijay Deverakonda)। এই সমস্ত প্রশ্নই ঘোরাফেরা করছিল সিনেদুনিয়ার অন্দরমহলে। অবশেষে প্রকাশ্যে এল সত্যিটা। বাগদান নিয়ে আসল সত্যিটা জানালেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা
কোথা থেকে গুঞ্জনের শুরু?
দুবাইয়ে অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস (SIIMA) 2025-এর রেড কার্পেটে হাজির ছিলেন রশ্মিকা। শ্যাম্পেন রঙা শাড়িতে দ্যুতি ছড়াচ্ছিলেন তিনি। তবে সবচেয়ে বেশি যে বিষয়টা নজর কেড়েছিল, তা হল তাঁর বাম হাতের অনামিকায় বিশাল বড় একটি হীরের আংটি। এই আংটি দেখে অনেকেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে বাগদান সেরে ফেলেছেন বিজয় আর রশ্মিকা। তাঁদের প্রেমের গুঞ্জন নেহাৎ নতুন নয়। সোশ্যাল মিডিয়ায় প্রেমের কথা স্বীকার না করলেও, হামেশাই একসঙ্গে ঘুরতে যান যুগলে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার ও করে নেন সেই সমস্ত ছবি, তবে আলাদা আলাদা। এই পরিস্থিতিতে, রশ্মিকার অনামিকায় হীরের আংটি দেখে অনেকেই মনে করেছিলেন যে বিজয়ের সঙ্গে গোপনে বাগদান সেরেছেন তিনি। শুভদিন আসতেও আর বেশি দেরি নেই।
সত্যি প্রকাশ্যে মুম্বইতে
দুবাইয়ে অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস শেষ করে মুম্বইয়ে ফিরে আসেন রশ্মিকা। আর সদ্যই একটি স্যাঁলো থেকে বেরনোর সময় ক্যামেরাবন্দি হয়েছেন রশ্মিকা। সেখানে অবশ্য তাঁর হাতে সেই হীরের আংটিটি দেখা যায়নি। যদি সেটা বাগদানের আংটিই হয়, তবে রশ্মিকা সেই আংটি হাত থেকে খুললেন কেন? সুতরাং বোঝাই যায় যে রশ্মিকা বাগদান সারেননি। ওটি ছিল কেবল দুবাইয়ে তাঁর সাজের অংশ। আদৌ বাগদান সারেননি রশ্মিকা। এর আগে অবশ্য রশ্মিকাকে বিয়ে নিয়ে যখনই প্রশ্ন করা হয়েছে, তিনি এড়িয়ে গিয়েছেন। যখন তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ইন্ডাস্ট্রির কাউকে বিবাহ করবেন কি না, তিনি হেসে উত্তর দিয়েছিলেন, 'এই উত্তর সবার জানা'
তবে অনেকেই মনে করেন, রশ্মিকা আর বিজয়ের বিয়ে হওয়া কেবল সময়ের অপেক্ষা।
View this post on Instagram




















