এক্সপ্লোর
Advertisement
রিয়া, কঙ্গনা কি ‘নোংরা রাজনীতির ঘুঁটি হচ্ছেন’? কী বলছেন রবিনা
রবিনা টুইট করেছেন, দুই মহিলার সঙ্গে যা ঘটছে তা খুবই দুঃখজনক। একেবার নোংরা রাজনীতির খেলা শুরু হয়েছে এঁদের জড়িয়ে। খুন, স্বজনপোষণ, আত্মহত্যা, পরিবার, দুঃখ, মানসিক স্বাস্থ্য, মাফিয়া, পুলিশ, সাংবাদিকতা, রাজনীতি, ড্রাগ, ফিল্ম- এই দীর্ঘ চক্রের মধ্যে ‘জাস্টিস ফর সুশান্ত’ বিষয়টা যেন হারিয়ে না যায়!
মুম্বই: সুশান্ত সিং রাজপুত হত্যা মামলা ঘিরে যা সব ঘটে চলেছে, তা নিয়ে তীব্র ক্ষোভ জানালেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। রিয়া চক্রবর্তী এবং কঙ্গনা রানাওয়াত এই দুই অভিনেত্রীকে রাজনৈতিক লড়াইয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা, সেই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। একদিকে মাদক রাখা ও ব্যবহার করার অভিযোগে রিয়াকে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি), অন্যদিকে মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীররে সঙ্গে তুলনা করার পরই বেআইনি নির্মাণের অভিযোগে কঙ্গনার মুম্বইয়ের অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)।
রবিনা টুইট করেছেন, দুই মহিলার সঙ্গে যা ঘটছে তা খুবই দুঃখজনক। একেবার নোংরা রাজনীতির খেলা শুরু হয়েছে এঁদের জড়িয়ে। খুন, স্বজনপোষণ, আত্মহত্যা, পরিবার, দুঃখ, মানসিক স্বাস্থ্য, মাফিয়া, পুলিশ, সাংবাদিকতা, রাজনীতি, ড্রাগ, ফিল্ম- এই দীর্ঘ চক্রের মধ্যে ‘জাস্টিস ফর সুশান্ত’ বিষয়টা যেন হারিয়ে না যায়!
Crushing,Demolishing,Mayhem.Sad Sad.All thats happening.Two women,Two sides,are they being used as pawns to vent out dirty political vendettas?Murder,Nepotism,Suicide,Family Grief,MentalHealth,Mafia,Vendetta,Cops,Journalism,Politics,Drugs,Films.#JusticeForSSR shouldn’t be diluted
— Raveena Tandon (@TandonRaveena) September 9, 2020
তাঁর অফিস গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে ফ্যাসিবাদ এবং গণতন্ত্রের মৃত্যু হিসাবে বর্ণনা করেছেন কঙ্গনা। বলেছেন, মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে কথা বলেছেন বলেই তাঁকে এমন দিন দেখতে হল! একটি ভিডিওতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশে কঙ্গনা বলেছেন, আজ আমার বাড়ি ভেঙেছে তো কাল তোমার এই উদ্ধত আচরণের পতন ঘটবে। সময় বদলাবেই বদলাবে। অন্যদিকে, এনসিবি এমন ধারায় রিয়া আর তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ জমা করেছে যে তাদের জামিনের আবেদন না-মঞ্জুর হয়ে গিয়েছে ম্যাজিস্ট্রেটের আদালতে। রবিনার কথা অনুযায়ী সুশান্ত হত্যার বিষয়টি ছাপিয়ে বারবার চোখের সামনে চলে আসছে দুই মহিলার দুর্বিষহ অবস্থাটা। দুই মহিলাকে দুটি রাজনৈতিক পক্ষের মধ্যে লড়িয়ে দেওয়া হচ্ছে কিনা, সেই আশঙ্কা প্রকাশ করেছেন রবিনা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement