সোফি চৌধুরী- ‘টিউবলাইট’ সকলের হৃদয়ের কাছে রয়েছে। আমার মুখে বড় হাসি আর চোখে জল। সলমন খান দুরন্ত।
2/11
হতে পারে সলমন খানের সদ্যমুক্তিপ্রাপ্ত ছবি ‘টিউবলাইট’-কে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে সমালোচকরা, কিন্তু বলিউড তারকারা একসুরে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। এক নজরে দেখে নেওয়া যাক কে কী বলেছেন--
3/11
নীল নিতিন মুকেশ- ‘টিউবলাইট’ মুক্তির জন্য সলমন খানকে অভিনন্দন। বরাবরের মতো এবারও আপনি মাতিয়ে দিলেন। ঈশ্বর আপনাকে সফল ও খুশি করুক।
4/11
প্রসঙ্গত, ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ‘টিউবলাইট’।
5/11
তরণ আদর্শ- ‘টিউবলাইট’ হতাশাজনক। ‘টিউবলাইট’ একটা দুর্বল প্রেক্ষাপট নিয়ে তৈরি।
6/11
মণীশ পল- সলমন ও সোহেলের মধ্যে অভিনয়ের সময়টা বেশ ভাল। সলমনের মতো সোহেল খানও দুরন্ত।
7/11
সুভাষ ঘাই- ‘টিউবলাইট’-এ অভিনেতা হিসেবে সলমন খানের কাজকে অভিনন্দন।
8/11
সোনাক্ষী সিংহ- সলমন খান ও সোহেল খান কে শুভেচ্ছা।
9/11
দিয়া মির্জা- ছবিতে আমার দুটি জিনিস ভাল লেগেছে। এক, গল্পের বর্ণনা করেছেন শাহরুখ, যা আশ্চর্যের। দ্বিতীয়, সলমনের নম্র, সৎ চরিত্রায়ণ।
10/11
রেমো ডিসুজা- যে ব্যক্তি সকলের জীবনকে উজ্জ্বল করেন, তিনি-ই সলমন খান। ‘টিউবলাইট’-এর শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সর্বশ্রেষ্ঠ।
11/11
প্রীতি জিন্টা- দ্বিতীয় ব্লকবাস্টারের জন্য সলমন খান ও কবির খানকে অভিনন্দন। পুরো সময়, সারল্য ও টিউবলাইটের দুনিয়া পছন্দ হয়েছে।