Bollywood News: নায়কের প্রেমে আসক্ত, মন জয় করতে আমিষ খাওয়াই ছেড়ে দিয়েছিলেন এই নায়িকা
Bollywood Gossip: বিবাহিত নায়ক, তবু নায়িকা তাঁর প্রেমেই হাবুডুবু!

কলকাতা: একটা সময়ে ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যেত তাঁদের প্রেমের গুঞ্জন । নায়ক বিবাহিত হলেও, শোনা যায় নায়িকা নাকি নায়কের জন্য একাকীই রয়ে গেলেন চিরকাল । কোনোদিন তাঁদের প্রেমে সিলমোহর পড়েনি বটে, তবে তাঁদের অনস্ক্রিন জুটি এখনও সমান জনপ্রিয় দর্শকদের মধ্যে । শোনা যায়, নায়ককে আকর্ষণ করতে নাকি আমিষ খাওয়া ছেড়ে দিয়েছিলেন নায়িকা!
কথা হচ্ছে রেখা (Rekha) আর অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-কে নিয়ে । শোনা যায়, তাঁদের মধ্যে নাকি একটা সময়ে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল । তাঁদের মধ্যে প্রেম ছিল বলেও জানা যায় । সদ্যই একটি সাক্ষাৎকারে জানা যায়, রেখা নাকি একটা সময়ে অমিতাভ বচ্চনকে আকর্ষণ করার জন্য অনেক চেষ্টা করেছিলেন । অমিতাভ বচ্চন সেই সময়ে নিরামিষ আহার করতেন । আর নায়কের মন জয় করার জন্য নাকি মাছ ও মাংস খাওয়া ছেড়ে দিয়েছিলেন রেখা!
সম্প্রতি এক প্রবীণ সাংবাদিক রেখা আর অমিতাভ বচ্চনকে নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন, অমিতাভ বচ্চন আর রেখার মধ্যে যে সম্পর্ক ছিল তা অত্যন্ত ঘনিষ্ঠ । রেখা নাকি অমিতাভকেই জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলেন । তাঁকে আকর্ষণ করার জন্য প্রচুর চেষ্টা করেছিলেন রেখা । এমনকি অমিতাভ বচ্চন ও তাঁর প্রতি আকৃষ্ট হয়েছিলেন । কিন্তু অমিতাভ যেহেতু আগে থেকেই বিবাহিত ছিলেন, সেই কারণে তাঁদের পক্ষে বিয়ে করা সম্ভব হয়নি । সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা আলাদা হয়ে যান বটে, কিন্তু রেখা অমিতাভের প্রতি তাঁর এই আসক্তি ভুলতে পারেননি ।

রেখার সিঁদুর নিয়ে জল্পনা
অনেকেরই এ নিয়ে মনে প্রশ্ন ছিল যে, স্বামী মারা যাওয়ার পরেও কেন সিঁদুর পরেন রেখা? জানা যায়, ঋষি কপূর আর নীতু কপূরের বিয়েতে কপালে সিঁদুর পরে গিয়েছিলেন রেখা । সেটা দেখে সবাই হতবাক হয়েছিলেন । বর বধূকে ছেড়ে সবার প্রশ্ন ছিল, কেন রেখা সিঁদুর পরেছেন । সেদিন বিয়ের আসরে সবার নজরই ছিল নায়িকার দিকে । বলাই বাহুল্য, রেখা এখনও সমস্ত জায়গায় গেলেই সিঁদুর পরেই যান । এখন অবশ্য তাঁকে আর এই সিঁদুর নিয়ে কোনও প্রশ্নের সম্মুখীন হতে হয় না । এটা যেন তাঁর সাজেরই অঙ্গ হয়ে গিয়েছে । প্রত্যেকেই রেখাকে এই বেশে দেখতে পছন্দ করেন ।
























