Shah Rukh Khan: ২০১৭ সালে ভদদোরায় পদপিষ্ট হওয়ার মামলায় স্বস্তি শাহরুখের
Shah Rukh Khan Update: আজ সেই মামলায় গুজরাত হাইকোর্টের সিদ্ধান্তকেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। জিতেন্দ্র মধুভাই শোলাঙ্কি ২০১৭ সালে শাহরুখের বিরুদ্ধে মামলা দায়ের করেন
মুম্বই: ২০১৭ সালের পদপিষ্ট হওয়ার মামলায় সাময়িক স্বস্তি শাহরুখ খানের (Shah Rukh Khan) । ভদোদরা রেলওয়ে স্টেশনে ছবির প্রচারে গিয়েছিলেন শাহরুখ । সেই প্রচারে অত্যন্ত ভিড়ের কারণে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় প্রচুর মানুষের। এই ঘটনায় শাহরুখের নামে মামলা দায়ের করা হয়েছিল ।
আজ সেই মামলায় গুজরাত হাইকোর্টের সিদ্ধান্তকেই বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court) । জিতেন্দ্র মধুভাই শোলাঙ্কি ২০১৭ সালে শাহরুখের বিরুদ্ধে মামলা দায়ের করেন । অভিযোগ ছিল , ভদোদরা স্টেশনে ছবির প্রচারে গিয়ে জনতার দিকে স্মাইলি বল (Smily Ball) ছুঁড়েছিলেন শাহরুখ, খুলে ফেলেছিলেন তাঁর শার্টও । তারকাকে একঝলক দেখার জন্য ভিড় উপচে পড়েছিল স্টেশন চত্বরে । আর তখনই পদপিষ্ট হন বেশ কিছু মানুষ ।
আরও পড়ুন: Durga Puja 2022: 'বিশেষ' শিশুদের সঙ্গে এবারের পুজো বিশেষভাবে কাটাবেন নাইজেল আকারা
এই ঘটনায় শাহরুখের নামে একটি মামলা দায়ের করা হয় । এই মামলার বিরোধিতা করে হাইকোর্টে যান শাহরুখ খান। আজ এই মামলায় রায়দান করেছে সুপ্রিম কোর্ট । হাইকোর্ট রায় দিয়েছিল এই ঘটনায় শাহরুখ নির্দোষ । সেই কথাকেই আজ মান্যতা দিল সুপ্রিম কোর্ট ।
২০১৭ সালে 'রইস' ছবিটির প্রচার করার জন্য মুম্বই থেকে দিল্লিতে সফর করছিলেন শাহরুখ খান ও ছবির প্রযোজনা সংস্থার দল । ট্রেন ভদোদরা স্টেশনে পৌঁছতেই শাহরুখকে দেখতে উপচে পড়ে ভিড় । তখনই পদপিষ্ট হওয়ার মতো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় ।
View this post on Instagram