Durga Puja 2022: 'বিশেষ' শিশুদের সঙ্গে এবারের পুজো বিশেষভাবে কাটাবেন নাইজেল আকারা
Nigel Akkara: তবে শুধু কাজই নয়, দুর্গাপুজো বা উৎসব মানে তো বাড়ি-পরিবারকেও সময় দেওয়া। সেটাও মাথায় রেখেছেন নাইজেল। 'বাড়িতে সময় দেব। স্ত্রীকে নিয়ে ঠাকুর দেখতে তো অবশ্যই বেরোব।'
![Durga Puja 2022: 'বিশেষ' শিশুদের সঙ্গে এবারের পুজো বিশেষভাবে কাটাবেন নাইজেল আকারা Durga puja 2022 actor nigel akkara shares his puja planning with abp live exclusively know in details Durga Puja 2022: 'বিশেষ' শিশুদের সঙ্গে এবারের পুজো বিশেষভাবে কাটাবেন নাইজেল আকারা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/26/c49f462f701517b90a8b9329df2eac7f1664204110985229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ঢাকে কাঠি পড়ল বলে। পিতৃপক্ষের অবসান ঘটেছে। দেবীপক্ষের সূচনায় বাড়ি ফেরার পালা মা দুর্গার (Durga Puja 2022)। সঙ্গে গোটা পরিবার। কলকাতা সহ গোটা বঙ্গে উৎসবের মেজাজ। সাধারণ মানুষ থেকে অভিনেতা-অভিনেত্রী, সবচেয়ে বড় উৎসবে গা ভাসাতে একেবারে তৈরি সকলেই। এবারের পুজোয় কী পরিকল্পনা অভিনেতা নাইজেল আকারার (Nigel Akkara)? এবিপি লাইভকে জানালেন বিস্তারিত।
নাইজেলের পুজো প্ল্যান
এবারের পুজো খানিক বিশেষভাবে কাটাবেন অভিনেতা নাইজেল আকারা। কী তাঁর প্ল্যানিং? নাইজেলের কথায়, 'এবারের পুজো কিছু স্পেশ্যাল মানুষজনকে নিয়ে কাটবে। তাঁদের নিয়ে কিছু কাজ চলছে ইতিমধ্যেই। "চুপচাপ চার্লি" আমাদের এবারের প্রযোজনা। সেখানে আমরা কিছু অটিস্টিক ও ডাউন সিনড্রোমে আক্রান্ত বাচ্চাদের নিয়ে কাজ করছি। এবারের পুজো তাদের সঙ্গেই বিশেষভাবে কাটাচ্ছি। এপ্রিল থেকে ওঁদের সঙ্গে নাটকের রিহার্সাল শুরু হয়েছে। এই পুজোতে এক মণ্ডপের উদ্বোধনে তারা যাবে। অনুষ্ঠান করবে। সেখানে ওরাই আমার হিরো-হিরোইন।'
গত কয়েকমাস ধরে এই শিশুদের সঙ্গেই রাতদিন সময় কাটছে নাইজেলের। যদিও নাটক এখনও তৈরি হয়নি মঞ্চস্থ করার জন্য। তবে পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এই ছোট ছোট 'হিরো-হিরোইন'রা গান পরিবেশন করবে। এখানেই কিন্তু শেষ নয়। পুজোর সময়ে এই সকল খুদে আর্টিস্টদের নিয়ে বসবে 'সেলফি' আসর। অর্থাৎ বিভিন্ন পুজো মণ্ডপে এই সকল খুদেদের ছবি ও যে সকল তারকা শিল্পীরা ওই বিশেষ নাটকের সঙ্গে যুক্ত তাঁদের ছবি দিয়ে পোস্টার পড়বে। সেই পোস্টারের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে পারেন যে কেউ। হবে প্রতিযোগিতা। অভিনেতার কথায়, 'সেলফি কম্পিটিশন নিয়েও ভীষণ উত্তেজিত। ওদের সকলের সঙ্গে বিশেষভাবে পুজো কাটাতে পারব ভেবেই খুব আনন্দ হচ্ছে।'
কিন্তু শুধু কাজই নয়, দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজো বা উৎসব মানে তো বাড়ি-পরিবারকেও সময় দেওয়া। সেটাও মাথায় রেখেছেন নাইজেল। 'বাড়িতে সময় দেব। স্ত্রীকে নিয়ে ঠাকুর দেখতে তো অবশ্যই বেরোব।'
আড্ডা এগোলে জানা গেল, 'কলকাতার সঙ্গে আমার একটা গভীর প্রেম আছে। যার জন্য, বহু বছর আগে যখন আমাকে অপশন দেওয়া হয়েছিল যে কলকাতার বাইরে গিয়ে কেরিয়ার শুরু থেকে শুরু করার, আমি সেটা একেবারে নাকচ করে দিয়েছিলাম। কলকাতা ছেড়ে কোথাও যাব না।'
আরও পড়ুন: Puja 2022: পুজোর শপিংয়ে অনীহা, রাত জেগে ঠাকুর দেখা, ঋতব্রতর পুজো-পরিকল্পনা
সম্প্রতি নাইজেল আকারার 'তীরন্দাজ শবর' মুক্তি পেয়েছে। তবে এখনই আর কোনও ছবির কাজে হাত দিচ্ছেন না অভিনেতা। জানুয়ারি পর্যন্ত কার্যত ছুটি নিয়েছেন তিনি। 'আপাতত আমি এই নাটক নিয়ে আর এই খুদেদের নিয়ে ব্যস্ত। ওদের সবকিছু হাতে ধরে শিখিয়ে, পড়িয়ে, করিয়ে নিতে হয়। সেটাতেই মন দিয়েছি। সবচেয়ে বড় কথা, শুরুতে এই সব বাচ্চাদের একটা সমস্যা ছিল, ওরা কিছু মনে রাখতে পারত না। কিন্তু মঞ্চে ওদের আমরা সংলাপ বলতেওে শুনব। আমি এই নাটকের পরিচালক। তাই এই রিহার্সালটা এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সপ্তাহে প্রায় ৬ দিন করে রিহার্সাল হচ্ছে। এখন আমার নিজের কোনও কাজের জন্য ১৫-২০ দিন রিহার্সাল বন্ধ থাকলে সেই ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। তাই এখন সমস্ত কাজ থেকেই বিরতি নিয়েছি।'
সকলের শুভেচ্ছা নিয়ে এবারের পুজো 'বিশেষভাবে সক্ষম' এই খুদেদের সঙ্গেই কাটাতে তৈরি নাইজেল আকারা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)