RG Kar Issue: তিলোত্তমার জন্মদিনের আগে, তাঁকে শ্রদ্ধা জানিয়ে টিভির পর্দায় আরজি কর কাণ্ড
RG Kar Issue: 'পুলিশ ফাইলস'-এ দেখানো হবে, ৯ অগাস্ট এক চিকিৎসকের মৃত্যুর ঘটনা।

কলকাতা: আরজি কর কান্ডে এবার উঠে আসছে টিভির পর্দায়। আকাশ আট-এর জনপ্রিয় শো 'পুলিশ ফাইলস'-এ দেখা যাবে আরজি কর কাণ্ডের ছায়া নিয়ে তৈরি একটি গল্প রূপান্তর। যে আরজি কর কাণ্ড কলকাতাবাসীর ঘুম কেড়ে নিয়েছিল, সেই আরজি কর কাণ্ড এবার দেখা যাবে টিভির পর্দায়। নিহত চিকিৎসকের পরিবারের ওপর শ্রদ্ধা জানিয়েই করা হয়েছে আরজি কর ঘটনার একটি নাট্য রূপান্তর।
'পুলিশ ফাইলস'-এ দেখানো হবে, ৯ অগাস্ট এক চিকিৎসকের মৃত্যুর ঘটনা। হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা ডিউটি করার পরে এক চিকিৎসককে রাতের অন্ধকারে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনায় শুরু হয় তদন্ত। পরতে পরতে উঠে আসে এক এক রকমের সত্য। অবেশেষে অভিযুক্ত সিভিক ভলিন্টিয়ারকে গ্রেফতার করা হয়, তাকে আদালতে নিয়ে যাওয়া যাওয়া হয় ও তার সাজা হয়। মোটের ওপর এই অংশটুকুই তুলে ধরা হবে পুলিশ ফাইলস -এর গল্পে।
এই নাট্য রূপান্তরে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করছে শুভশ্রী। তিলোত্তমার বাবার ভূমিকায় দেখা যাবে আশিষ পাঠককে। মায়ের ভূমিকায় দেখা যাবে রীনা মিত্রকে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার হিসেবে দেখা যাবে চন্দন বন্দ্যোপাধ্যায়কে। প্রিন্সিপালের ভূমিকায় দেখা যাবে রানা রায়কে। এই এপিসোডটি সম্প্রচারিত হবে ৮ ফেব্রুয়ারি। সন্ধ্যা আটটার সময়। প্রসঙ্গত, আগামী ৯ ফেব্রুয়ারি আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের জন্মদিন। সেই দিনকে মাথায় রেখে, নির্যাতিতা ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্প্রচারিত হবে এই এপিসোড।
দেখতে দেখতে ৬ টি মাস পেরিয়ে যেতে চলল সেই ভয়াবহ রাতের পর। ডিউটি-হাওয়ারে এক চিকিৎসককে ধর্ষণ ও খুন হত হয়েছিল তাঁর কর্মক্ষেত্রে। কলকাতা শহরের বুকে প্রথম সারির সরকারি হাসপাতালে। আগামী ৯ ফেব্রুয়ারি সেই ঘটনার ৬ মাস পূর্ণ হবে। আর সেইদিনই সেই নির্যাতিতা চিকিৎসকের জন্মদিন। এই দিনটিকে মাথায় রেখেই অভয়ার জন্মদিনে মানুষকে সঠিক বিচারের দাবিতে পথে নামার আর্জি জানালেন নিহত চিকিৎসকের মা-বাবা।
অভয়ার জন্মদিনে সকলকে পথে নামার আর্জি জানাল নিহত চিকিৎসক পরিবার। ভিডিও বার্তা পোস্ট করলেন সোশাল মিডিয়ায় । নির্যাতিতা চিকিৎসকের মায়ের গলায় সেই আর্তি .... 'আমরাই সেই হতভাগ্য মা-বাবা'। তিনি জানালেন গত ৯ অগাস্ট তাঁরা একমাত্র মেয়েকে হারিয়েছেন, হারিয়েছেন তাঁর সব স্বপ্ন, সবকিছু। ৯ ফেব্রুয়ারি তাই মেয়ের জন্মদিনে তাঁরা 'বিচার না পাওয়ার' প্রতিবাদে রাস্তায় নামবেন। যাঁরা আগাগোড়া আরজি কর আন্দোলনে ছিলেন, তাঁদের সকলকে পাশে থাকার আর্জি জানালেন অভয়ার মা-বাবা। তাঁরা চান, ওই দিনটায় সরকারি, বেসরকারি, সব মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মীরা পথে নামুক। আর তাঁদের মেয়ের পছন্দ ছিল ফুলগাছ। তাই সকলে একটা করে ফুল গাছ লাগান। তিনি বললেন, 'আমরা হতাশ হব না, ভেঙে পড়ব না, বেঁচে থাকব, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব' সঠিক বিচারের দাবিতে।
আরও পড়ুন: Debolina Dutta: ভালবাসার মাসে দেবলীনার কাছে প্রেমের বার্তা এল, 'নীল খামে'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
