Debolina Dutta: ভালবাসার মাসে দেবলীনার কাছে প্রেমের বার্তা এল, 'নীল খামে'
Debolina Dutta New Music Video: অভিনেত্রী দেবলীনা দত্ত বলছেন, 'এই গানটিতে দর্শক পুরোপুরিভাবে নতুন স্বাদের গান উপহার পাবেন'

কলকাতা: টলিউডে ফের নতুন জুটি। তবে সিনেমা নয়, মিউজিক ভিডিওয়। এবারে ভালোবাসার গানে নতুন লুকে অভিনেত্রী দেবলীনা দত্ত ও অভিনেতা কাইজার খান। প্রকাশ্যে এল সেই মিউজিক ভিডিও-র ফার্স্ট লুক। পুরোপুরি আলাদা লুকে, দর্শকদের জন্য চমক নিয়ে এই গানে দেখা যাবে অভিনেত্রী দেবলীনা দত্তকে। গানের নাম "তোর নামে নীল খামে", পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক সুধীর দত্ত৷ শিল্পী রাখী দত্ত ও রাজ বর্মনের কন্ঠে শোনা যাবে এই গান। রোমান্টিক এই গানের শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বাইরে ৷
সদ্যই একটি ক্যালেন্ডারের জন্য শ্যুটিং সেরেছিলেন দেবলীনা। আর এবার, এই গানে একেবারে ভিন্ন লুকে দেখা যাবে তাঁকে। দেবলীনা এমনিতেই বিভিন্ন লুক নিয়ে দর্শকদের চমক দিতে খুবই ভালবাসেন। কিছুদিন আগেও একটি অনুষ্ঠানের রেড কার্পেটে একেবারে ভিন্ন লুকে পৌঁছে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। আর এবার পালা তাঁর মিউজিক ভিডিও-র।

অভিনেত্রী দেবলীনা দত্ত বলছেন, 'এই গানটিতে দর্শক পুরোপুরিভাবে নতুন স্বাদের গান উপহার পাবেন। ভালোবাসার মানুষটিকে নীল খামে ভালোবাসা জানাতে বলছি আমরা এই গানে। কারণ শুধু এই ভ্যালেন্টাইন্স ডে-র দিনটা শুধু প্রেমিক প্রেমিকার দিন নয়। বন্ধু একজন বন্ধুর, মা সন্তান, ভাই বোন সবাই সবার ভ্যালেন্টাইন হতে পারে। তাই নীল রঙ কারন নীল হল আকাশের রং। এই গানের মধ্যে দিয়ে আমরা এই বার্তাই দিতে চেয়েছি যে, আকাশের মতো অবাধ। কাইজার খান ও পরিচালক সুধীর দত্তের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুন। সাথে রাখী দত্ত ও রাজ বর্মনের গান দর্শকদের খুব পছন্দ হবে। এই গানটা নিয়ে আমি খুব আশাবাদী'৷ গানটি মুক্তি পাবে 'ডি. সুধীর প্রোডাকশন হাউস' এর ব্যানারে।
পরিচালক সুধীর দত্ত বলছেন 'এই গানে দর্শকরা অভিনেত্রী দেবলীনা দত্তকে পুরোপুরি ভিন্ন লুকে দেখতে পাবেন দর্শক৷ গানটি রাখী দত্ত ও রাজ বর্মনের কন্ঠে শ্রোতাদের মন কেড়ে নেবে আমার বিশ্বাস। মিউজিক ভিডিওতে দেবলীনা দত্ত ও কাইজার খানের জুটি সবার ভালো লাগবে। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে এই গান। পরিচালক হিসাবে আমার বিশ্বাস, দেবলীনা দত্ত কে এর আগে দর্শক এইভাবে দেখেননি'।






















