Rhea Chakraborty: 'বাইপোলার ডিজঅর্ডারকে কাছ থেকে দেখেছি', রিয়ার মন্তব্যে কীসের ইঙ্গিত?
Rhea Chakraborty and Honey Singh: হানি সিং রিয়ার চ্যাটে কথা বলেছেন বাইপোলার ডিজঅর্ডার নিয়ে।
কলকাতা: রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। জীবনের একটা অন্ধকার অধ্যায় কাটিয়ে উঠেছেন তিনি। একটা সময়ে জেলেও থাকতে হয়েছে তাঁকে। তবে সেই সমস্ত অধ্যায় কাটিয়ে উঠে, নতুন জীবন শুরু করেছেন তিনি। শুরু করেছেন একটি নতুন 'পডকাস্ট শো'। শো-এর নামটিও তাঁর জীবনের সঙ্গে খুব মানানসই। 'চ্যাপ্টার ২'। আর তাঁর এই শো-তে এবার অতিথি হয়ে এসেছেন, হানি সিংহ। তারই একটি ঝলক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে নিলেন রিয়া নিজেই।
হানি সিং তাঁর চ্যাটে কথা বলেছেন বাইপোলার ডিজঅর্ডার নিয়ে। হানি সিংহ বলেছেন, তিনি বাইপোলার ডিজঅর্ডারের খুব খারাপ পর্যায়ে ছিলেন। এই রোগে আক্রান্ত তিনি। আজও নিজেকে একজন রুগী বলেন মনে করেন তিনি। হানি সিংহ আরও জানান, তিনি এই বাইপোলার ডিজঅর্ডার নিয়ে কাটিয়ে দিয়েছেন ৬ বছর। কিন্তু সেই ৬ বছরও তাঁর কাছে ৬০০ বছরের মতোই মনে হত। এক একটা দিন কাটানো কঠিন হয়ে পড়ত। মনে হত ,তিনি মরেই গিয়েছেন। প্রথম ৩ বছর নাকি চিকিৎসকেরা হানি সিংহের সমস্যাটাই বুঝতে পারেননি। ৩ বছর পরে হানি সিংহ নাকি সঠিক চিকিৎসক পাননি। কেউ তাঁর সমস্যাটাই বুঝতে চাননি। ৩ বছর পরে হানি সিং সঠিক চিকিৎসক পান। আর তিনিই হানি সিংহের জীবনে যেন যাদুকরের মতো কাজ করেন।
রিয়া তার উত্তরে হানি সিংহকে বলেন, তিনি বাইপোলার ডিজঅর্ডার খুব কাছ থেকে দেখেছেন। এই রোগকে বোঝা সত্যিই খুব কঠিন। আর রিয়ার এই মন্তব্য দেখে নেটিজেনদের একাংশের মত, রিয়া কী তাঁর প্রাক্তন প্রেমিক সুশান্ত সিংহ রাজপুতের কথাই বলতে চাইছেন? সেই উত্তর অবশ্য অজানা। রিয়া হানি সিংহকে শুভেচ্ছাও জানান, এই পরিস্থিতি পেরিয়ে আসার জন্য। অন্যদিকে হানি সিংহ ও রিয়াকে যোদ্ধা বলে দাবি করেন। প্রসঙ্গত, এর আগে একাধিকবার মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছেন হানি সিংহ। তিনি বলেছেন , তিনি একটা কঠিন সময় পেরিয়ে এসেছেন। মানসিকভাবে অত্যন্ত খারাপ অবস্থা ছিল তাঁর। সেই সময়ে তিনি পাশে পেয়েছেন তাঁর মুষ্ঠিমেয় বন্ধুদের।
View this post on Instagram
আরও পড়ুন: Documentary Film: অঘোরিদের জীবন সত্যিই কি রহস্যাবৃত? অনুসন্ধান করছেন এক বঙ্গকন্যা