কর্ণ বুলানিকে কীভাবে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রিয়া, সোনম, অনিল কপূর?
একদিকে যেমন প্রযোজক হিসেবে নিজেকে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করে ফেলেছেন রিয়া কপূর। অন্যদিকে বলিউডে বেশ কিছু ছবিতে সহ পরিচালকের ভূমিকায় দেখা কর্ণ বুলানিকে।
মুম্বই: সম্প্রতি কিছুদিন আগেই দীর্ঘদিনের প্রেমিক কর্ণ বুলানির (Karan Boolani) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অনিল কন্যা রিয়া কপূর (Rhea Kapoor)। ঘনিষ্ট বন্ধু বান্ধব এবং পরিবারের একেবারে ঘনিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তাঁদের চার হাত এক হয়। রিয়া এবং কর্ণ উভয়েই ছবির জগতের সঙ্গে জড়িয়ে থাকলেও, তাঁরা কেউই পর্দার সামনে থাকেন না। ক্যামেরার পিছনে থাকাই কাজ দুজনেরই। একদিকে যেমন প্রযোজক হিসেবে নিজেকে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করে ফেলেছেন রিয়া কপূর। অন্যদিকে বলিউডে বেশ কিছু ছবিতে সহ পরিচালকের ভূমিকায় দেখা কর্ণ বুলানিকে।
আরও পড়ুন - Durga Puja 2021 Exclusive: মায়ের পুজোয় আবার সাধারণ কিংবা ভিআইপিদের আলাদা আলাদা গেট হয় নাকি : তরুণ মজুমদার
গতকাল ছিল কর্ণ বুলানির জন্মদিন। তাঁর জন্মদিনে কীভাবে শুভেচ্ছা জানালেন সদ্য বিবাহিতা স্ত্রী রিয়া? কিংবা কীভাবেই বা শুভেচ্ছা জানালেন সোনম কপূর ও অনিল কপূর? সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাবে, রিয়া কপূর থেকে অনিল কপূর প্রত্যেকেই কর্ণ বুলানির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন নিজের নিজের মতো করে।
ডিয়ার হাজব্যান্ডের জন্মদিনে তাঁর ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন রিয়া। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'আমার সমস্ত কিছুর সঙ্গীকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। প্রতিটা বছর তোমার সঙ্গে সম্পূর্ণ এবং আরও বেশি চমকপ্রদ কাটে। আই লভ ইউ সো মাচ।' রিয়া কপূরের পোস্ট করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, কীভাবে তিনি কর্ণ বুলানির জন্মদিন সেলিব্রেট করছেন। তার সঙ্গে ঘনিষ্ট মুহূর্ত কাটাচ্ছেন।
আরও পড়ুন - Shabana Azmi Get-together: অনিল কপূর-উর্মিলা মাতন্ডকরের সঙ্গে গেট টুগেদারের ছবি পোস্ট শাবানা আজমির
ছোট জামাইয়ের জন্মদিনে অনিল কপূর শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'শুভ জন্মদিন কর্ণ বুলানি। তুমি সবসময়ই আমার ছেলের মতো এবং আমার পরিবারের অঙ্গ হিসেবে ছিলে আছো থাকবে। কিন্তু এই বছর আমি আরও উচ্ছ্বসিত। প্রার্থনা করি সাফল্য পেতে থাকে এবং আমাদের প্রেরণা জোগাতে থাকো।' সোনম কপূরও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কর্ণ বুলানির সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, চলতি বছরই ১৪ অগাস্ট বিয়ে হয় রিয়া কপূর ও কর্ণ বুলানির।