এক্সপ্লোর
Advertisement
রাজ কপূরের ৩১ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য ছেলে ঋষি কপূরের
গতকাল রবিবার ছিল প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব রাজ কপূরের ৩১ তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীতে রাজ কপূরকে শ্রদ্ধা জানালেন বলিউড অভিনেতা ঋষি কপূর। ট্যুইটারে প্রয়াত বাবার দুটি ছবি শেয়ার করেছেন ঋষি।
মুম্বই: গতকাল রবিবার ছিল প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব রাজ কপূরের ৩১ তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীতে রাজ কপূরকে শ্রদ্ধা জানালেন বলিউড অভিনেতা ঋষি কপূর। ট্যুইটারে প্রয়াত বাবার দুটি ছবি শেয়ার করেছেন ঋষি।
বর্তমানে আমেরিকায় চিকিত্সা চলছে ঋষির। ১৯৭০-এর সিনেমা ‘মেরা নাম জোকার’-এর একটি ছবি শেয়ার করেছেন তিনি। একইসঙ্গে তাঁকে কোলে নিয়ে বাবার একটি ছবিও শেয়ার করেছেন ঋষি।
ছবির ক্যাপশনে মেরা নাম জোকার সিনেমায় গান ‘জিনা ইয়াঁ মরনা’-র একটি লাইন।
ঋষি লিখেছেন- ‘পর হম তুমহারে রহেঙ্গে সদা... ১৯২৪-এর ১৪ ডিসেম্বর, পেশোয়ার থেকে ১৯৮৮-র ২ জুন নয়াদিল্লি’।
৬৩ বছর বয়সে ১৯৮৮-তে প্রয়াত হন রাজ কপূর। অভিনেতা তথা রাজনৈতিক নেতা শত্রুঘ্নও রাজ কপূরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শত্রুঘ্ন বলেছেন, রাজ কপূর ছিলেন ভারতীয় সিনেমার ইতিহাসে ব্যতিক্রমী শক্তিশালী অভিনেতা, পরিচালক। শত্রুঘ্ন বলেছেন, খুবই অল্প বয়সে নিজস্ব স্টুডিও সহ নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন রাজ কপূর। ‘আগ’ সিনেমায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ভারতীয় সিনেমার শোম্যান হিসেবে পরিচিত ছিলেন তিনি। শত্রুঘ্ন আরও বলেছেন, শিল্পের ব্যাপারে ধারাবাহিক ও আবেগপ্রবণ ছিলেন রাজ কপূর। ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রে অন্যতম পথিকৃত ছিলেন তিনি।..........पर हम तुम्हारे रहेंगे सदा। डिसेम्बर १४ १९२४ ( पेशावर ) - जून २ १९८८ ( नई दिल्ली ) pic.twitter.com/gQOCxFNVgh
— Rishi Kapoor (@chintskap) June 1, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement