এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়ে কেমন প্রতিক্রিয়া পেলেন ঋষি কপূর দেখুন?
নয়াদিল্লি: একাধিকবার ট্রোলড হওয়া সত্ত্বেও পাকিস্তানকে উদ্দেশ্য করে ফের টুইট অভিনেতা ঋষি কপূরের। তবে এবার তাঁদের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ঋষি। গতকাল রাতে পাকিস্তানবাসীদের টুইট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তিনি। শেষে লেখেন শান্তি, ভ্রাতৃত্ব এবং প্রেম বিরাজ করুক সেখানকার মানুষের হৃদয়ে। এরপরই নেটিজেনদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেতে শুরু করেন অভিনেতা।
অনেকে লেখেন এই টুইট জবাব দেওয়ার যোগ্য নয়। কেউ ঋষিকেই পাল্টা আক্রমণ করেন এই বলে যে তিনি জঙ্গিদের শুভেচ্ছা জানিয়েছেন। আরেকজন আবার অভিনেতাকে মনে করিয়ে দিয়েছেন, তিনি পাকিস্তানিদের একদিন আগে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের স্বাধীনতা দিবস আজকে। তবে যেমন আক্রমণ করে টুইট এসেছে, তেমনই প্রশংসা করেও টুইট করেছেন বহু টুইটারাইটরা। বহু নেটিজেনদের দাবি, তাঁর এই শুভেচ্ছাবার্তা দুদেশের মধ্যে দূরত্ব কমাবে। এরজন্যে তাঁকে সম্মান এবং ধন্যবাদ।Wishing all my friends from Pakistan a Happy "Youm -e- Azaadi" ka din. Happy Independence Day! Let Peace, brotherhood and Love prevail! pic.twitter.com/Fi3dAZxDIG
— Rishi Kapoor (@chintskap) August 13, 2017
Congratulations Pakistan! You enter finals? Wow! Good to see you wearing our colour BLUE! Get ready to be BLUED now! We will BLUE you away! — Rishi Kapoor (@chintskap) June 14, 2017তবে এরআগে একাধিকবার পাকিস্তানের উদ্দেশ্যে আক্রমণাত্মক টুইট পাঠিয়েছেন ঋষি। জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ফাইনালে ওঠার পরও কটাক্ষ করে টুইট করেন অভিনেতা। সঙ্গে সঙ্গে পাল্টা চাঁচাছোলা জবাবও পান তিনি। আপাতত স্বাধীনতা দিবসে পাকিস্তানকে শুভেচ্ছা জানানোর পর নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখে অবশ্য পাল্টা কোনও জবাব দেননি ঠোঁটকাটা অভিনেতা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement