Ritabhari Chakraborty Update: 'নতুন স্টেপস' শিখতে ব্যস্ত ঋতাভরী চক্রবর্তী, পোস্ট করলেন ভিডিও
Ritabhari Chakraborty Update: সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কিছুদিন আগেই লাল শাড়ি, সোনালী গয়নায় সাজতে দেখা যায় ঋতাভরীকে। সঙ্গে চলছিল মানানসই মেকআপ।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। কখনও নিজের ছবি, কখনও পরিবারের সঙ্গে ছবি বা ঘুরতে যাওয়ার পুরনো ছবি, ভিডিও পোস্ট করতেই থাকেন। মাঝে মধ্যে তাঁর স্কুলের কচিকাঁচাদের নিয়েও পোস্ট করেন তিনি। এবার নাচের রিহার্সালের ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি নাচের রিহার্সালের ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী। গান চলছে 'সাইকো সইয়াঁ'। তাতেই পা মেলাচ্ছেন অভিনেত্রী। সঙ্গে রয়েছেন তাঁর কোরিওগ্রাফার। সাদা-কালো স্ট্রাইপ ক্রপ টপ ও কালো প্যান্টে নজরকাড়া অভিনেত্রী। খুব মন দিয়ে শিখছেন প্রত্য়েকটা স্টেপ।
৫২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে লেখেন, 'রিহার্সালের দিনগুলো। নতুন স্টেপস শিখছি।' কমেন্ট বক্সে নাচের প্রশংসা করেছেন ঋতাভরীর অনুরাগীরা।
View this post on Instagram
কয়েকদিন আগেই বধূর সাজেই ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেন তিনি। ক্যাপশনে নিজেই উল্লেখ করলেন 'ওগো বধূ সুন্দরী'।
আরও পড়ুন: Brahma Mishra Death: প্রয়াত 'মির্জাপুর' অভিনেতা ব্রহ্ম মিশ্র, শোকজ্ঞাপন সহ-অভিনেতা দিব্যেন্দুর
লাল শাড়ি, সোনালী গয়নায় সাজতে দেখা যায় ঋতাভরীকে। সঙ্গে চলছিল মানানসই মেকআপ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি শ্যুটের জন্য তৈরি হওয়ার ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'ওগো বধূ সুন্দরী। এই বিয়ের মরসুমে বাঙালি কনের সাধারণ সাজের লুক শেয়ার করছি।' এরপরই অভিনেত্রীর বক্তব্য, 'যখনই আমাকে কনে সাজতে হয়, তখনই তৈরি হতে আমার সবচেয়ে বেশি সময় লাগে।'