SSC Protest: শিক্ষকদের লাঠি, লাথির প্রতিবাদ, ঋত্বিক বলছেন, 'মাস্টারমশাই, আপনি কিন্তু কিছু দেখেননি'
Ritwick Chakraborty: ঋত্বিক তুলে আনলেন কিংবদন্তি সিনেমা 'আতঙ্ক'-র কিংবদন্তি সংলাপ। 'মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি'।

কলকাতা: ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়েই তিনি সোশ্য়াল মিডিয়ায় নিজের মতপ্রকাশ করেন। আর বর্তমানে গোটা রাজ্য তোলপাড় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি হারানো নিয়ে। দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের প্যানেল বাতিল করে দিয়েছে। এর ফলে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার। এই ঘটনার প্রতিবাদে গতকাল অর্থাৎ বুধবার ডিআই অফিসে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীদের একাংশ। অভিযোগ, জমায়েত হঠাতে তাঁদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করে পুলিশ। অন্যদিকে পুলিশের অভিযোগ, পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই নাকি 'হালকা বলপ্রয়োগ' করতে হয়েছে। যখন এই ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের একাংশ, তখন সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন ঋত্বিক।
কী লিখলেন অভিনেতা? ঋত্বিক তুলে আনলেন কিংবদন্তি সিনেমা 'আতঙ্ক'-র কিংবদন্তি সংলাপ। 'মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি'। সেই ঠাণ্ডা সংলাপ, যা শুনলে এখনও কেঁপে ওঠে মানুষের বুকের ভিতরটা। শিক্ষকদের মার খাওয়া নিয়ে, তাঁদের লাথি, লাঠি মারা নিয়ে যখন তোলপাড় হচ্ছে চারিদিক, প্রতিবাদ হচ্ছে, তখন ঋত্বিকের এই স্টেস্টাস ইঙ্গিতপূর্ণ তো বটেই। এই স্টেটাসে অনেকেই লিখেছেন, এই স্টেটাসটি বর্তমানে করে দেওয়া উচিত, 'মাস্টারমশাই, আপনি কিন্তু লাঠি, লাঠি খাননি।' অনেকেই আবার প্রশংসা করেছেন ঋত্বিকের বুদ্ধিমত্তার।
অন্যদিকে, চাকরি ফেরানোর দাবিতে রাতভর সল্টলেকে SSC ভবনের কাছে শিক্ষকদের অবস্থান। সম্মানজনক সমাধান না মেলা পর্যন্ত খোলা আকাশের নীচে ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাঁরা। গতকাল রাত ১০টা নাগাদ অবস্থানরত চাকরিহারাদের সঙ্গে দেখা করতে যান অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকার ন্যক্কারজনক কাজ করেছে, দলমতনির্বিশেষে চাকরিহারাদের পাশে থাকার বার্তা দেন বিজেপি সাংসদ। এদিকে, SSC ভবনের দেওয়ালে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার একটি নোটিস সেঁটে দিয়েছে বিধাননগর কমিশনারেট।নোটিসের তারিখ ২১ ফেব্রুয়ারি, নোটিসে লেখা, ২২ ফেব্রুয়ারি থেকে ২২ এপ্রিল পর্যন্ত SSC ভবনের সামনে জমায়েত ও মাইক বাজানো নিষেধ।
রাতভর অবস্থানের পর এবার রিলে অনশনের পথে চাকরিহারারা। OMR শিটের মিরর ইমেজ প্রকাশ ও কসবায় DI অফিসে ডেপুটেশন কর্মসূচিতে পুলিশের লাঠি ও লাথির প্রতিবাদে সল্টলেকে SSC ভবনের কাছে সকাল ১১টায় প্রথম অনশনে বসলেন চাকরিহারা শিক্ষক পঙ্কজ রায়। আজ শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করছেন চাকরিপ্রার্থীরা।






















