Ritwick Rajnandini Update: ঋত্বিক-রাজনন্দিনীর নতুন জুটি, 'গোরা' ও 'সম্পূর্ণা'-র নতুন সিজনের সঙ্গে আসছে 'মিস্টার কলকেতা'ও!
Ritwick Rajnandini Series Update: এই সিরিজে প্রথম জুটি বাঁধছেন ঋত্বিক চক্রবর্তী ও রাজনন্দিনী পাল ও সুরজিৎ চট্টোপাধ্যায়। এই সিরিজের পরিচালনা করছেন ও লিখেছেন সুরজিৎ চট্টোপাধ্যায়।
![Ritwick Rajnandini Update: ঋত্বিক-রাজনন্দিনীর নতুন জুটি, 'গোরা' ও 'সম্পূর্ণা'-র নতুন সিজনের সঙ্গে আসছে 'মিস্টার কলকেতা'ও! Ritwick Rajnandini Update: Ritwick and Rajnandini coming up with a new series named Mr. Kolketa Ritwick Rajnandini Update: ঋত্বিক-রাজনন্দিনীর নতুন জুটি, 'গোরা' ও 'সম্পূর্ণা'-র নতুন সিজনের সঙ্গে আসছে 'মিস্টার কলকেতা'ও!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/22/e9f77eb846fac45a347b2fa338f5468d166382510161349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: নতুন জুটি, নতুন গল্প কিন্তু এই চেনা কলকাতাতেই। 'হইচই সিজন ৬' -এ (Hoichoi Season 6) ঘোষণা হয়েছে একগুচ্ছ নতুন সিরিজের। এদের মধ্যে একটি হল মিস্টার কলকেতা (Mr. Kolketa)। এই সিরিজে প্রথম জুটি বাঁধছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও রাজনন্দিনী পাল (Rajnandini Paul) ও সুরজিৎ চট্টোপাধ্যায় (Surojit Chatterjee)। এই সিরিজের পরিচালনা করছেন ও লিখেছেন সুরজিৎ চট্টোপাধ্যায়।
অন্যদিকে গোরা ২ (Gora 2) নিয়ে আসছেন ঋত্বিক। ইতিমধ্যেই 'হইচই'-তে জনপ্রিয় হয়েছে গোরা। এই সিরিজে ঋত্বিক ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ইশা সাহা। এই সিরিজ গোয়েন্দা গল্প নিয়ে। কিন্তু এই সিরিজের গোয়েন্দা বেশ অন্যরকম। তাঁর চরিত্রে বেশ বিশেষত্ব রয়েছে। নতুন সিরিজের অপেক্ষায় মুখিয়ে দর্শকেরা।
অন্যদিকে 'সম্পূর্ণা' ওয়েব সিরিজের দ্বিতীয় গল্প নিয়ে আসছেন রাজনন্দিনী। প্রথম সিরিজে সম্পূর্ণার গল্প আবর্তিত হয়েছিল বৈবাহিক ধর্ষণ ও সমাজের কিছু মানসিকতার প্রতিবাদ জানিয়ে। এই সিরিজেও থাকবে নন্দিনী ও সম্পূর্ণার লড়াই। রাজনন্দিনীর সঙ্গে মুখ্যচরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে (Sohini Sarkar)।
View this post on Instagram
আরও পড়ুন: Gobhir Joler Mach: উষসী, স্বস্তিকা, কিন্তু 'গভীর জলের মাছ
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)