'Rockstar' First Look: বড়পর্দায় এবার 'রকস্টার' যশ ও নুসরত ফারিয়া জুটি, প্রকাশ্যে ফার্স্ট লুক
'Rockstar' First Look: ছবিতে জামালের চরিত্রে দেখা যাবে যশ দাশগুপ্তকে। এই প্রথম যশকে এমন অবতারে দেখা যাবে যেভাবে তাঁকে আগে কখনও দেখা যায়নি। ছবিতে তাঁর সঙ্গে যোগ দেবেন সুন্দরী অভিনেত্রী নুসরত ফারিয়া।
কলকাতা: নতুন বছরে নতুন ছবির প্রথম লুক প্রকাশ্যে এল। যশ দাশগুপ্ত (Yash Dasgupta) অভিনীত 'রকস্টার' (Rockstar) ছবির প্রথম লুক (first look) প্রকাশ্যে এল।
'রকস্টার' ছবির প্রথম লুক
পয়লা বৈশাখ মুক্তি পেল 'রকস্টার' ছবির প্রথম লুক। ছবিতে জামাল নামের একজন ব্যক্তির গল্প বলা হবে যে নিজেকে রূপান্তরিত করে তৈরি হয়েছে জ্যামি। পেশায় সে একজন জনপ্রিয় এবং কাল্ট রকস্টার। কিন্তু তার পরিবার এই পেশা মেনে নিতে পারে না। তার জীবনযাপনের ধরনও পরিবারের পছন্দ নয়। এবং এই সহযোগিতা না পেতে পেতে সে ধীরে ধীরে নেশার অন্ধকার জগতে চলে যেতে থাকে। একটি আকস্মিক ঘটনা তার জীবনকে চিরতরে বদলে দেয় এবং সে একটি বিপজ্জনক যাত্রা শুরু করে।
'রকস্টার' ভূমিকায় যশ
ছবিতে জামালের চরিত্রে দেখা যাবে যশ দাশগুপ্তকে। এই প্রথম যশকে এমন অবতারে দেখা যাবে যেভাবে তাঁকে আগে কখনও দেখা যায়নি। ছবিতে তাঁর সঙ্গে যোগ দেবেন সুন্দরী অভিনেত্রী নুসরত ফারিয়া (Nusraat Faria)। এই প্রথম একসঙ্গে কাজ করবেন যশ দাশগুপ্ত ও নুসরত ফারিয়া। প্রযোজর শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।
আগামী ছবি ও তাঁর নতুন লুক সম্পর্কে অভিনেতা বলেন, 'এই ছবিতে আমি আমার লুক নিয়ে প্রচণ্ড পরিমাণে এক্সপেরিমেন্ট করতে পেরেছি। প্রত্যেকদিন আমি ও আমার টিম মিলে ৩ ঘণ্টা ধরে ফাইনাল লুক আনতাম। জ্যামি এমন একজন ছেলে যে জীবনে কোনও নিয়ম মানে না। কিন্তু এমন এক কারণে তার জীবন বদলে গেল যা ছবির গল্প তৈরি করে।'
প্রযোজক অরিন্দম দাশের কথায়, 'অনেক আবেগ ও পরিশ্রম নিয়ে আমরা এই সিনেমাটি বানিয়েছি। আমার প্রথম উদ্যোগ হিসেবে "রকস্টার" সবসময় আমার হৃদয়ের কাছাকাছি থাকবে। আমি যশ, নুসরত ফারিয়া, অংশুমান প্রত্যুষ এবং এই সিনেমার সঙ্গে জড়িত সমস্ত শিল্পী এবং প্রযুক্তিবিদদের ধন্যবাদ জানাতে চাই।'
অংশুমান প্রত্যুষ পরিচালিত এই ছবি এই বছরেই মুক্তি পেতে চলেছে।