The Bengal Files: সেন্সর বোর্ডে পাস, তবু কেন বাংলায় ব্রাত্য 'দ্য বেঙ্গল ফাইলস'? বিবেক অগ্নিহোত্রীর সিনেমার পাশে দাঁড়িয়ে সওয়াল রূপা গঙ্গোপাধ্যায়ের
Roopa Ganguly: রূপা গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, সেন্সর বোর্ডের অনুমতির পরও কেন এই রাজ্যে মুক্তি পেতে দেওয়া হচ্ছে না 'দ্য বেঙ্গল ফাইলস'?

কলকাতা: ট্রেলারের পর এবার 'দ্য বেঙ্গল ফাইলস' (The Bengal Files) ছবি রিলিজ ঘিরেও শাসক-বিরোধী সংঘাত। পশ্চিমবঙ্গে 'দ্য বেঙ্গল ফাইলস' দেখাতে দেওয়া হচ্ছে না, অভিযোগ আনল বিজেপি। মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ ও। এদিন রূপা গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, 'শিল্পের কণ্ঠরোধ করা হচ্ছে, ছবি রিলিজ করতে দেওয়া হচ্ছে না হল মালিকদের'। এখানেই শেষ নয়, রূপা গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, সেন্সর বোর্ডের অনুমতির পরও কেন এই রাজ্যে মুক্তি পেতে দেওয়া হচ্ছে না 'দ্য বেঙ্গল ফাইলস'?
এদিন রূপা গঙ্গোপাধ্যায় আরও বলেন, 'ডিস্ট্রিবিউটর এবং হল মালিকদের স্বাধীন সিদ্ধান্ত, দল বা সরকারের সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গ নিয়ে বিকৃত কিছু না দেখাতে চাইলে সেটা তাঁদের স্বাধীন সিদ্ধান্ত'। এই মন্তব্যের পাল্টা কুণাল ঘোষ বলেন, 'যাঁরা দরদ দেখাচ্ছেন, বাড়ির বৈঠকখানায় স্ক্রিন লাগিয়ে দেখান'। ছবি রিলিজ করতে দেওয়া হবে না, আগেই অভিযোগ তোলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। এর আগে, গত ১৬ অগাস্ট, দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ নিয়ে বেসরকারি হোটেলে তুলকালাম হয়। ট্রেলার চালানো হলে তা বন্ধ করে দেওয়া হয়, মাইকের কানেকশন কেটে নেওয়ার মতো ঘটনা ঘটে, এমনটাই অভিযোগ করেছিলেন পরিচালক। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
একটি সাংবাদিক সম্মেলনে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, 'বিখ্যাত পরিচালকের সদ্য একটি সিনেমা মুক্তি পেয়েছে। ভারতের ইতিহাসের একটা পর্বকে এই ছবিতে তুলে ধরা হয়েছে। শুধু আমরা, পশ্চিমবঙ্গে যাঁরা রয়েছি, এবং পাকিস্তান, এই দুটি জায়গায় এই সিনেমাটির মুক্তি বারণ করা হয়েছে। কেন উনি এত চিন্তান্বিত হয়ে পড়লেন? সিনেমা হলগুলিতে উনি অনুমতি দেবেন না.. কেন এইভাবে গলা টিপে ধরা? যে ছবিটা ইতিমধ্যেই সেন্সর বোর্ড থেকে অনুমতি পেয়েছে, সেই সিনেমাটা কেন বন্ধ করা হবে?'
রূপা গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা কুণাল ঘোষ বলেন, 'ওঁর বাড়ির বৈঠকখানার স্ক্রিন লাগিয়ে দেখান। এটার সঙ্গে দলেরও সম্পর্ক নেই, রাজ্য সরকারেরও সম্পর্ক নেই। যাঁরা ডিস্ট্রিবিউটন, যাঁরা হল মালিক, তাঁরা যদি মনে করেন, পশ্চিমবঙ্গ নিয়ে বিকৃত কিছু আমরা দেখাব না বা প্ররোচনামূলক কিছুতে যুক্ত হব না, সেটা তাঁদের স্বাধীন সিদ্ধান্ত। সারা ভারতে আজ কতগুলো হলে... সুরাটের হলের ছবি দেখেছেন? সিটের পর সিট ফাঁকা.. একটা ডাহা ফ্লপ চতুর্থ শ্রেণীর সিনেমা। যাঁরা যাঁরা দরদ দেখাচ্ছেন, নিজের বাড়ির বৈঠকখানায় স্ক্রিন লাগিয়ে দেখুন ও দেখান।'






















