RRR: 'ট্রিপল আর' ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিলেন অজয় দেবগন-আলিয়া ভট্ট?
ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভট্ট এবং অজয় দেবগন।সূত্রের খবর, আলিয়া ভট্ট যা পারিশ্রমিক মুম্বইয়ের প্রযোজকদের কাছ থেকে নেন, তেমনই পারিশ্রমিক নিয়েছেন এই ছবির জন্য
মুম্বই: করোনা (Coronavirus) পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ হতে শুরু করেছে সিনেমা হল। কোথাও আবার ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা রয়েছে। দিল্লিতে ইতিমধ্যে বেশ কিছুদিন আগেই অনির্দিষ্টকালের জন্য সিনেমা হল বন্ধ রাখার ঘোষণা হয়েছে। এর ফলে ফের প্রভাব পড়তে শুরু করেছে ছবির জগতে। শাহিদ কপূরের 'জার্সি'সহ বেশ কিছু ছবি ইতিমধ্যেই মুক্তি আটকে গিয়েছে। মুক্তি স্থগিত হয়েছে পরিচালক রাজামৌলির (S.S Rajamouli) বহু প্রতীক্ষিত ছবি 'ট্রিপল আর'-এর (RRR)। সম্প্রতি জানা গিয়েছে, ছবির মুক্তি আটকে গেলেও আলিয়া ভট্ট (Alia Bhatt) এবং অজয় দেবগন (Ajay Devgn) তাঁদের সম্পূর্ণ পারিশ্রমিক পেয়েছেন। আর দুই অভিনেতার পারিশ্রমিকের অঙ্ক শুনে চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের।
আরও পড়ুন - 3 years of Uri: 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'-এর তিন বছর পূর্তি, বিশেষ পোস্ট ভিকি-ইয়ামির
সম্প্রতি 'ট্রিপল আর' ছবির ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভট্ট এবং অজয় দেবগন। সূত্রের খবর, আলিয়া ভট্ট যা পারিশ্রমিক মুম্বইয়ের প্রযোজকদের কাছ থেকে নেন, তেমনই পারিশ্রমিক নিয়েছেন এই ছবির জন্য। আবার এই ছবিতে কুড়ি মিনিটের অভিনয় দৃশ্য রয়েছে আলিয়ার। অজন দেবগনও 'ট্রিপল আর' ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। জানা গিয়েছে, সাত দিন শ্যুটিং করার জন্য অজয় দেবগন পারিশ্রমিক নিয়েছেন যা, তা জেনে চোখ কপালে অনুরাগীদের। অজয় দেবগন এই ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নিয়েছেন ৩৫ কোটি টাকা।
করোনা পরিস্থিতির মধ্যে ছবি মুক্তি পাবে শোনা গেলেও তৃতীয় ঢেউয়ে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে 'ট্রিপল আর' ছবির নির্মাতারা সিদ্ধান্ত নেন যে, এই পরিস্থিতিতে ছবি মুক্তির সিদ্ধান্ত সঠিক নয়। তাই ছবির মুক্তি স্থগিত রাখার ঘোষণা সোশ্যাল মিডিয়ায় করেন নির্মাতারা। প্রসঙ্গত, 'ট্রিপল আর' ছবির মুক্তি আটকে যাওয়ার পর স্থগিত হয়েছে 'রাধে শ্যাম' ছবির মুক্তিও। প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত রোম্যান্টিক এই ছবি নিয়েও দর্শকের প্রত্যাশা অনেক। কিন্তু করোনা পরিস্থিতিতে প্রতিদিনই কোনও না কোনও ছবির মুক্তি স্থগিত হচ্ছে।