Rubina Dilaik: আলিয়ার পথেই রুবিনা? ক্রিসমাসের পরেই প্রকাশ্যে আনলেন যমজ সন্তানের ছবি
Rubina Dilaik's Photo: এই প্রথম দুই যমজ কন্যার ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। তবে দেখা গেল না খুদেদের মুখ। কেবল প্রকাশ্যে এল তাঁদের নাম।
কলকাতা: ক্রিসমাসের দিন কন্যা রাহাকে প্রকাশ্যে এনে চমকে দিয়েছিলেন আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর কপূর (Ranbir Kapoor)। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় যমজ কন্যার ছবি প্রকাশ্যে আনলেন রুবিনা দিলায়েক ((Rubina Dilaik)। সদ্য মা হয়েছেন তিনি। আর এই প্রথম দুই যমজ কন্যার ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। তবে দেখা গেল না খুদেদের মুখ। কেবল প্রকাশ্যে এল তাঁদের নাম।
২০১৮ সালে অভিনেতা অভিনব শুক্লর সঙ্গে বিয়ে হয় 'বিগ বস' (Big Boss) খ্যাত রুবিনার। চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ রুবিনা জানান তিনি মা হতে চলেছেন। ডিসেম্বর মাসের প্রথমের দিকে যমজ সন্তানের জন্ম দেন রুবিনা। তবে সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেননি খুদেদের ছবি। খুব সতর্কভাবেই তা গোপনে রেখেছিলেন রুবিনা ও অভিনব।
সোশ্যাল মিডিয়ায় দুই খুদের নামও প্রকাশ্যে এনেছেন রুবিনা। তাঁর দুই কন্যার নাম জিভা ও ইধা। জন্মের ১ মাস পরে শিশুদের মুখ প্রকাশ্যে আনলেন রুবিনা ও অভিনব। অভিনেত্রী লিখেছেন, 'পৃথিবী আমাদের এই দুই আশীর্বাদকে এনে দিয়েছেন আমাদের জীবনে। ভীষণ ভাল লাগছে আপনাদের সামনে আমাদের দুই সন্তানকে আপনাদের সামনে আনতে পেরে। জিভা ও ইধার বয়স হল ১ মাস। আপনারা আমাদের আশীর্বাদ দেবেন।' সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক সহ-অভিনেতা, অভিনেত্রী ও অন্যান্য তারকারা।
প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা থাকাকালীন একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন রুবিনা। তাঁরা চিকিৎসকের কাছ থেকে ফিরছিলেন ও তখনই তাঁদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তাঁর আগেই সদ্য রুবিনা জানতে পারেন, তাঁর গর্ভে যমজ সন্তান রয়েছেন। তবে বড়সড় কোনও ক্ষতির সম্মুখীন হয়নি অভিনেত্রী। সুস্থভাবেই সন্তানের জন্ম দেন রুবিনা। সন্তান জন্মের আগে একটি ফটোশ্যুটও সেরেছিলেন রুবিনা। তাঁর ফটোশ্যুট বেশ অন্যরকম ছিল ও তা নজর কেড়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর সদ্য, সন্তানের ছবি প্রথম প্রকাশ্যে আনলেন রুবিনা। নেটিজেনরা অবশ্য বলছেন... 'আলিয়ার অনুকরণ নয় তো...'
View this post on Instagram
আরও পড়ুন: Ram Gopal Verma: মাথা কেটে আনলেই ১ কোটি ! ছবি মুক্তির আগে খুনের হুমকি, কী বললেন রামগোপাল বর্মা ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।