Rupam Islam: অন্যরকম ক্রিসমাস ইভ! পথশিশুদের হাতে উপহারের ঝুলি তুলে দিলেন রূপম ইসলাম
Rupam Islam on Christmas: এই ছোটদের জন্য রূপমই যেন স্যান্টক্লজ। খুদে শিশুদের হাতে তুলে দিলেন উপহার ভরা ব্যাগ।
কলকাতা: তাঁদের ক্রিসমাসের আগের সন্ধেটা বেশ আলাদা। ক্রিসমাসের সন্ধেটা তাঁদের কেটেছে রাস্তায়। হ্যাঁ উৎসবেই, তবে বেশ অন্যরকমভাবে। ক্রিসমাস ইভে পথশিশুদের জন্য বিশেষ আয়োজন করেছিলেন রূপম ইসলাম (Rupam Islam), তাঁর স্ত্রী রূপসা দাশগুপ্ত (Rupsha Dashgupta) ও ব্যান্ড ফসিলস-এর সমস্ত সদস্যরা। এদিন তাঁরা পথশিশুদের হাতে তুলে দেন উপহার ভরা ব্যাগ। আয়োজন ছিল বড়দের জন্যও। ক্রিসমাসের দিন মানেই তো স্যান্টাক্লজ উপহার দেন ছোটদের। আর এই ছোটদের জন্য রূপমই যেন স্যান্টক্লজ। খুদে শিশুদের হাতে তুলে দিলেন উপহার ভরা ব্যাগ। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি শেয়ার করে নিয়েছেন রূপম নিজেই।
অন্যদিকে, পুজোর সময়েই মুক্তি পেয়েছে রূপম ইসলামের নতুন অ্যালবাম 'নৌকা বিলাসী'। অ্যালবামটি কম্পোজ করেছেন শিলাদিত্য-সোম জুটি। অন্ধকার সময় ও স্বাধীনতাই এই গানের মূল বার্তা, যা জীবন্ত হয়ে উঠেছে রূপমের কণ্ঠে আর সোহম মজুমদারের কথায়। গানে গিটার বাজিয়েছেন অমিত দত্ত। অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন। এই অ্যালবাম সম্পর্কে রূপম ইসলাম বলেছেন, 'অনেক গুণী সঙ্গীতশিল্পী একসঙ্গে কাজ করেছেন এই অ্যালবামে। তবেই তৈরি হয়েছে নৌকা-বিলাসী। সবার খাটনির ফলে যে অডিও এবং ভিডিও তৈরি হয়েছে, তাতে আমি ভীষণ খুশি। আশা অডিওর সঙ্গে কাজ করার আমার অনেক মধুর স্মৃতি রয়েছে। আমার নিজের খুব মনের কাছের কাজ এটা।’
শিলাদিত্য-সোম জুটি জানিয়েছেন, এই গানটি কম্পোজ করার সময় তাঁরা মাথায় রেখেছিলেন রূপম ইসলামের অনুরাগীদের কথা, তাঁদের চাহিদার কথা। মানুষের মনের যে অন্ধকার দিক, সেখান থেকে তাঁর যে আলোর দিকে যাত্রা, সেই গল্পকেই তুলে ধরা হয়েছে এই অ্যালবাম জুড়ে। গানের প্রত্যেকটা লাইন যেন এমন কিছু কথা বলে গিয়েছে যা সহজে বলতে পারে না মানুষ, ভয় পায়। দুঃখ, কষ্ট, হারিয়ে ফেলার ভয়.. এই সমস্ত কিছু মিলিয়ে এমন এক অ্যালবাম তৈরি করার চেষ্টা করা হয়েছে যার সঙ্গে প্রত্যেকটা মানুষ সহজেই মিলিয়ে ফেলতে পারে নিজেদের।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।