Rupanjana on Mamata Banerjee: 'আরও সংবেদনশীল হোন যাতে পুরনো দিদিকে ফিরে পাই.. মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে খোলা চিঠি রূপাঞ্জনার
Rupanjana Mitra News: সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। অনেকে রূপাঞ্জনাকে আক্রমণ করেছেন। অনেকেই আবার তাঁর কথার সমর্থন করেছেন
কলকাতা: শাড়ি আর পাঞ্জাবির ছবি, সঙ্গে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট। সেই পোস্ট আবেগের, সেই পোস্ট রাজনৈতিক। কয়েক বছর আগে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। তবে বর্তমানে ভারতীয় জনতা পার্টি পরিত্যাগ করেছেন তিনি। আর এবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Maitra)। সেখানে রইল, পুরনো দিদিকে ফিরে পাওয়ার আর্জি।
সোশ্যাল মিডিয়ায় রূপাঞ্জনা পোস্ট করে লিখেছেন, '২০০৭ থেকে আপনাকে লড়াইয়ের ময়দানে দেখেছি। তখন স্বল্প বয়েস আমারও, তাই আবেগের সুনামিতে আমিও গা ভাসিয়েছিলাম। তারপর একটা গোটা দশক অনেক কিছু শুনলাম, দেখলাম, বুঝলাম..জানার ইচ্ছে আরও বাড়ল বলেই কিছু বছর রাজনীতির সঙ্গে ছিলাম অব্যশই এক অন্য দলে। প্রথমদিন আমাদের বলা হয়েছিল আপনাকে, আপনার নাম, সম্মানকে আক্রমণ করতে কারণ আপনার নামটাই তাদের কাছে ভয়ের! আপনাকে আর আপনার নামকে আক্রমণ করতে পারিনি বলে নিজে ছেড়ে দিলাম দল। আপনার কাছে শুধু একটাই আবেদন, আপনি আরও সংবেদনশীল হন যাতে আমাদের পুরোনো দিদিকে আমরা ফিরে পাই । আপনার কাছে অনেকে পৌঁছাতে চেয়েও পারে না কিছু মধ্যের সিলেক্টেড/ইলেক্টেড অল্ডারম্যানদের মতো বিশেষ লোকজনদের জন্য, যারা নিজেদের স্বার্থসিদ্ধি জন্য আপনার কাছে মানুষের কথা পৌঁছোতে দেয় না বা হয়ত কোনোভাবে পৌঁছোনো যায় না অনেক দরকারি বিষয়ে... আপনার পক্ষে সব জানা সম্ভব হয় না। কিন্তু আপনাকে দায় নিতে হবে সবের তাই, একজন এই রাজ্যের এবং এই দেশের নাগরিক হয়ে আপনার কাছে অনুরোধ রাখলাম আপনি নিজে হাত বাড়িয়ে দিন যাতে আপনার সাথে মানব বন্ধন আরও শক্তিশালী হয়ে । প্রণাম নেবেন, শুভ বিজয়া।'
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। অনেকে রূপাঞ্জনাকে আক্রমণ করেছেন। অনেকেই আবার তাঁর কথার সমর্থন করেছেন। তবে রূপাঞ্জনার কথায় আরজি কর পরিস্থিতির উল্লেখ নেই।
View this post on Instagram
আরও পড়ুন: Abhishek-Aishwarya: ঐশ্বর্য্যের সঙ্গে বিচ্ছেদের জল্পনা কি সত্যি? এই বিষয়ে কী জানিয়েছিলেন অভিষেক?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।