এক্সপ্লোর
‘আশিকি’, ‘শতরঞ্জ কে খিলাড়ি’, ‘ক্রান্তি’, ‘ভির জারা’ ছবিতে অভিনয় করা টম অল্টার ক্যান্সার আক্রান্ত

নয়াদিল্লি: বলিউড এবং ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা টম অল্টার ক্যান্সার আক্রান্ত। জানা গিয়েছে, অল্টারের ক্যান্সারটি চতুর্থ পর্যায়ে রয়েছে। হাড়ে ক্যান্সার হয়েছে টমের। এক সপ্তাহ আগে সারা শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হোন টম।তখনই সমস্ত রকমের পরীক্ষা করার পর সামনে আসে এই নির্মম সত্যটি। টম ক্যান্সার আক্রান্ত। পদ্মশ্রী জয়ী এই অভিনেতা ছোটপর্দায় ‘জাবান সামহালকে’ ধারাবাহিকে অভিনয়ের জন্যে প্রচুর প্রশংসা পেয়েছেন। ছোটপর্দার এই ধারাবাহিক ছাড়াও ‘শক্তিমান’, ‘ক্যাপ্টেন ভয়েম’-এর মতো একাধিক টিভি শোতে দেখা গিয়েছে টমকে। এছাড়া বলিউডি ছবি ‘চরস’, ‘শতরঞ্জ কে খিলাড়ি’, ‘গাঁধী’, ‘ক্রান্তি’, ‘বোস: দ্য আনফরগটেন হিরো’, ‘ভির জারা’, ‘আশিকি’র মতো একাধিক ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সকলে তাঁর এই দুঃসময় পাশে থাকার বার্তা দিয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















