Saif Ali Khan: হামলার পরে বদলে গিয়েছে জীবন! দুই ছেলেকে নিয়ে কড়া পদক্ষেপ সেফ-করিনার
Saif Ali Khan and Kareena Kapoor Khan: মুম্বইতে পাপারাৎজির চল রয়েছে। সেফ আলি খান বা করিনা, বাড়ি থেকে বেরলেই ক্যামেরাবন্দি হন।

কলকাতা: সেফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলা ঘটেছিল গত ১৬ জানুয়ারি। আর তার পর থেকেই কড়া নিরাপত্তা বলয়ে রয়েছে পতৌদি পরিবার। নিরাপত্তা এতটাই যে সেফ আলি খান যে সময়ে হাসপাতালে ভর্তি ছিলেন, সেই সময়ে পুলিশের তরফ থেকে পরিবারকে পর্যন্ত বারণ করা হয়েছিল তাঁকে দেখতে যাওয়ার জন্য। তবে সেই সময়ে পরিবারের পক্ষ থএকে সেই নিষেধ শোনা হয়নি। সেফ আলি খান হাসপাতালে থাকাকালীন তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan) থেকে শুরু করে সোহা আলি খান (Soha Ali Khan), শর্মিলা ঠাকুর (Sharmila Thakur) ও অন্যান্য বাড়ির সদস্যরা। তবে সেফ আলি খান হাসপাতাল থেকে ফেরার পরেই নিরাপত্তার কারণে কড়া ব্যবস্থা নিলেন সেফ করিনা।
মুম্বইতে পাপারাৎজির চল রয়েছে। সেফ আলি খান বা করিনা, বাড়ি থেকে বেরলেই ক্যামেরাবন্দি হন। বাড়ির দুই খুদে, অর্থাৎ তৈমুর ও জেহ-ও মোটামুটি পরিচিত হয়ে গিয়েছে এই ধারার সঙ্গে। ক্যামেরা দেখলেই তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। তৈমুর ও জেহ-র সেই সমস্ত মিষ্টি মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে সেই সব আর কোনোদিন দেখা যাবে কি না সন্দেহ। কারণ সেফ ও করিনা ছবিশিকারীদের অনুরোধ করেছেন, এবার থেকে তৈমুর ও জেহ বাড়ি থেকে বেরোলেই ছবি না তোলার জন্য। শুধু তাই নয়, করিনা ও সেফ আর্জি জানিয়েছেন, তাঁদের বাড়ির দিকে ক্যামেরা তাক করে থাকা যেন বন্ধ হয়। তাঁরা কোনও অনুষ্ঠানে গেলে সেখানে ছবি তোলা হলে কোনও আপত্তি নেই। তবে তাঁদের রোজনামচা যত কম ক্যামেরাবন্দি করা যায় ততই ভাল।
তবে এই প্রথম নয়, এর আগেও একবার পাপারাৎজিদের উদ্দেশে বিরক্ত সেফকে বলতে শোনা গিয়েছিল, 'আপনারা আমাদের বেডরুমেই চলে আসুন'। সেই সময়ে পাপারাৎজিরা ছবি তুলতে তুলতে কার্যত মাত্রা ছাড়িয়েছিল আর সেই কারণেই সেফের এই উক্তি। তবে বাড়ির ভিতরে ঢুকে হামলার ঘটনার পরে, নিরাপত্তার দিকে কড়া নজর রাখছেন সেফ ও করিনা। তাঁদের বাড়িতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহম্মদ শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় এখনও বেশ কিছু প্রশ্ন রয়ে গিয়েছে যার উত্তর এখনও মেলেনি।






















