এক্সপ্লোর
Advertisement
নেপোটিজম-বিতর্কে কর্ণ জোহরের পক্ষে সইফ, বললেন, তিনিও স্বজনপোষণের শিকার!
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রেক্ষিতে কর্ণ জোহরকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক নেপোটিজম বিতর্কে সোশ্যাল সাইটে কর্ণকে বিদ্ধ করা হয়েছে ‘মুভি মাফিয়া’ হিসেবে। দোষারোপ করা হয়েছে যে তিনি বাইরে থেকে আসা শিল্পীদের সঙ্গে কাজ করেন না।
মুম্বই: ‘সত্যিটা সব সময়ই জটিল’, বললেন সইফ আলি খান। সৎ ও যুক্তিসঙ্গত একটা অবস্থান নিয়েছেন সইফ কর্ণ জোহরকে ঘিরে গড়ে ওঠা নোপোটিজম বিতর্কে। ইন্ডাস্ট্রির সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার কারণেই শুধু নয় ‘স্টারকিড’ হওয়ার সুবাদেও তিনি নেপোটিজম-এর শিকার। আর এটা নিয়ে কখনও কোনও আলোচনা হয়নি, এমনটাই বক্তব্য সইফের। তিনি বিশ্বাস করেন, নেপোটিজম-এর অনেক স্তর যেমন আছে, তেমন স্ট্রাগলও আছে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রেক্ষিতে কর্ণ জোহরকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক নেপোটিজম বিতর্কে সোশ্যাল সাইটে কর্ণকে বিদ্ধ করা হয়েছে ‘মুভি মাফিয়া’ হিসেবে। দোষারোপ করা হয়েছে যে তিনি বাইরে থেকে আসা শিল্পীদের সঙ্গে কাজ করেন না।
এই প্রসঙ্গে সইফের মত হল, ‘কর্ণ বিতর্কের কেন্দ্রে এসেছেন তাঁর নামের সঙ্গে সাফল্য জড়িয়ে আছে বলে। মানুষ আসলে সত্যিটা শুনতে চায় না। আশা করব, করণ আবার ভালো সময় ফিরে পাবে।’ নেপোটিজম প্রসঙ্গে সইফের মত হল, ‘এর সবচেয়ে খারাপ দিক এটাই, প্রতিভা থাকা সত্ত্বেও কাউকে সরিয়ে তুলনায় কম ট্যালেন্টেড কাউকে নেওয়া হয়, এটা কখনোই সমর্থনযোগ্য নয়।‘ তাঁর বক্তব্য, সুশান্তকে এই নোংরামোর মধ্যে টেনে না আনাই ভালো, কারণ স্ট্রাগল থাকবেই, নেপোটিজমও। এটা এই ইন্ডাস্ট্রির কাজের প্রক্রিয়ারই অঙ্গ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement