Saif Ali Khan: হাসপাতালে পৌঁছে দিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন অটোচালক, বাড়ি ফিরেই তাঁর সঙ্গে দেখা করলেন সেফ আলি খান
Saif Ali Khan News: অটোচালকের নাম ভজন সিংহ রানা। এদিন মা শর্মিলা ঠাকুরের সঙ্গে ভজন সিংহ রানার সঙ্গে দেখা করতে আসেন সেফ আলি খান।

কলকাতা: মানবিক সেফ আলি খান (Saif Ali Khan)। বাড়ি ফিরেই তিনি দেখা করলেন সেই অটোচালকের সঙ্গে, যিনি তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেফ কেন হাসপাতালে গিয়েছিলেন, ইতিমধ্যেই সেই খবর সবার জানা। গত ১৬ জানুয়ারি, হামলা চলে সেফ আলি থানের বাড়িতে। এই ঘটনায় শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, এই ব্যক্তিই শেষরাতে সেফের বাড়িতে ঢুকে তাঁর ওপর হামলা চালিয়েছিল। এও জানা যাচ্ছে, ওই ব্যক্তি নাকি চুরির উদ্দেশের বাড়িতে ঢুকেছিল।ছেলে জেহ-কে বাঁচাতে গিয়েই আক্রান্ত হন সেফ।
এই ঘটনার পরেই প্রায় সঙ্গে সঙ্গে খবর পেয়ে সেফের বাড়িতে চলে আসেন তাঁর বড় ছেলে ইব্রাহিম। সেফকে তখনই হাসপাতালে নিয়ে যেতে হত। কিন্তু সেই সময়ে বাড়িতে কোনও গাড়ি তৈরি ছিল না সেফকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। সেই সময়ে পথচলতি এক অটোকে দাঁড় করানো হয়। সেই অটোচালকই সেফকে পৌঁছে দেন লীলাবতী হাসপাতালে। পরে দেওয়া বয়ানে অটোচালক জানান, তিনি নাকি সেফ আলি খানকে চিনতেই পারেননি। তবে তিনি কেবল দেখেছিলেন, রক্তাক্ত একজন হাসপাতালে যাওয়ার জন্য হেঁটে আসছেন। সেই সময়ে অটোচালক ভেবেছিলেন, কোথাও কোনও মারামারি হয়েছে। সেই কারণেই রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে আসা হচ্ছে।
এরপরে সেফ আলি খানকে লীলাবতী হাসপাতালে পৌঁছে দেন ওই অটোচালক। তিনি ভাড়ার তোয়াক্কা করেননি। তাঁর মনে হয়েছিল, একজন মানুষকে সাহায্য করা জরুরি। হাসপাতালে পৌঁছে যাওয়ার পরে সেফ নিজের পরিচয় দেন হাসপাতালের কর্মীদের। সেই সময়ে অটোচালক জানতে পারেন যে তিনি অটো করে পৌঁছে দিয়েছেন আর কেউ নয়, স্বয়ং সেফ আলি খানকে। তবে সেই সময়ে সেফ আলি খানের সঙ্গে কথা হয়নি। তবে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সেই অটোচালকের সঙ্গে দেখা করলেন স্বয়ং সেফ আলি খান।
অটোচালকের নাম ভজন সিংহ রানা। এদিন মা শর্মিলা ঠাকুরের সঙ্গে ভজন সিংহ রানার সঙ্গে দেখা করতে আসেন সেফ আলি খান। তিনি অটোচালককে শুভকামনা ও ধন্যবাদ জানান। সেফ জানান, তিনি তাঁর অটোর ভাড়া মিটিয়ে দেবেন ও ভবিষ্যতেও যদি ভজন সিংহ রানার যে কোনও রকম সাহায্য লাগে, তাহলে সেই সময়ে তিনি তাঁর পাশে দাঁড়াবেন।
আরও পড়ুন:IT Raid: নামী প্রযোজকের বাড়িতে হঠাৎ হানা দিল আয়কর বিভাগ, ৮ জায়গায় চলল তল্লাশি; কেন ?






















