Salman-Aishwariya: দীপিকা-রণবীর নয়, 'বাজিরাও মস্তানি'-তে ভনসালী ফিরিয়ে আনতে চেয়েছিলেন সলমন-ঐশ্বর্য্য জুটিকে!
Salman-Aishwariya News: বলিউডে এখনও শোনা যায় সলমন খান ও ঐশ্বর্য্য রাইয়ের সম্পর্কের গুঞ্জনের গল্প। ইন্ডাস্ট্রিতে একসময় চর্চায় ছিল সলমন ও রাইসুন্দরীর প্রেম
কলকাতা: প্রেম, বিরহ, যুদ্ধ... ২০১৫ সালে মুক্তি পাওয়া 'বাজিরাও মস্তানি' (Bajirao Mastani) সেই সময়ের সুপারহিট ছবি ছিল। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranbir Singh)-এর রসায়ন নজর কেড়েছিল রুপোলি পর্দায়, ভাসিয়ে নিয়ে গিয়েছিল দর্শকদের। তবে জানেন কী, এই ছবিতে দীপিকা-রণবীর নন, পরিচালক সঞ্জয় লীলা ভনসালী (Sanjay Leela Banshali)-র এই ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন সলমন খান (Salman Khan) ও ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwariya Rai Bacchan)!
বলিউডে এখনও শোনা যায় সলমন খান ও ঐশ্বর্য্য রাইয়ের সম্পর্কের গুঞ্জনের গল্প। ইন্ডাস্ট্রিতে একসময় চর্চায় ছিল সলমন ও রাইসুন্দরীর প্রেম। শুধু পর্দায় 'হাম দিল দে চুকে সনম' ( Hum Dil De Chuke Sanam)-এর মত হিট সিনেমা নয়, পর্দার বাইরেও জমাটি ছিল তাঁদের রসায়ন। এমনকি ঐশ্বর্য্যর শ্যুটিং সেটে হামেশাই চলে আসতেন সলমন। তবে সুখকর হয়নি সেই সম্পর্কের পরিণতি। সলমনের বিরুদ্ধে হেনস্থা ও নির্যাতনের অভিযোগ এনে সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন ঐশ্বর্য্য। শুধু তাই নয়, তাঁদের তিক্ততা এমনই পর্যায়ে যে একে অপরের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে পর্যন্ত নারাজ ছিলেন তাঁরা।
সময় পেরিয়েছে, কিন্তু বদলায়নি ঐশ্বর্য্য ও সলমনের তিক্ততা। সূত্রের খবর, 'বাজিরাও মস্তানি'-র যখন পরিকল্পনা চলছে সেসময় ক্যাটরিনা কইফের (Katrina Kaif)-এর সঙ্গে সম্পর্কে ছিলেন সলমন। এই ছবির অফার সলমনের কাছে এলে, তিনি কাজ করতে রাজি হন। তাঁর বিপরীতে ঐশ্বর্য্য রাই কাজ করবেন জেনেও রাজি ছিলে সলমন। তবে এই ছবিতে সলমন কাজ করবেন জেনে, কাজ করতে রাজি হননি ঐশ্বর্য্য রাই। সলমনের সঙ্গে অনস্ক্রিন রসায়ন জমাতেও রাজি ছিলেন না রাইসুন্দরী। আর তাই ছবিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
ঐশ্বর্য্য রাই ছবিটা ছেড়ে দিয়েছেন শুনে আঘাত পেয়েছিলেন সলমন। তবে নিজেকে সামলে নিয়ে সলমন ভনসালীকে বলেন, ক্যাটরিনাকে মস্তানির চরিত্রে কাস্ট করতে। শোনা যায়, সলমন ক্যাটরিনাকে নিয়ে হাজির হয়েছিলেন সোজা ভনসালীর অফিসে। বলেছিলেন, 'এই যে তোমার মস্তানি'। তবে ভনসালীর বিশ্বাস ছিল, মস্তানির চরিত্র ফুটিয়ে তুলতে পারবেন না ক্যাটরিনা। আর তাই, 'বাজিরাও মস্তানি' থেকে বাদ দেওয়া হয় ক্যাটরিনাকে। সলমনেরও ছবিটা করা হয়নি।
এখানেই শেষ নয়, কাশীবাঈয়ের চরিত্রের জন্য ভূমিকা চাওলা (Bhumika Chowla)-র নাম বলেছিলেন সলমন। তাঁর স্ক্রিন টেস্ট পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু লুক সেটের সময় তাঁর শাড়িতে আগুন লেগে যায়। তাই 'বাজিরাও মস্তানি'-তে অভিনয় করা হয়নি ভূমিকারও। নতুন করে কাস্টিং শুরু হয় ছবির। তখনই সুযোগ পান দীপিকা, রণবীর ও প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
আরও পড়ুন:Stress: মাঝে মাঝেই মানসিক অবসাদে ভুগছেন? মন ভাল রাখতে পাতে পড়ুক এই খাবারগুলি