এক্সপ্লোর
এক পার্টিতে ঐশ্বর্যার দুই ‘প্রাক্তন’ সলমন আর বিবেক! কী হল তারপর?

মুম্বই: ২০০৩-এর সেই কুখ্যাত ঝামেলার পর থেকে সলমন খান আর বিবেক ওবেরয় পরস্পরের ছায়া মাড়াননি। সলমনকে ছেড়ে তখন সদ্য বিবেকের সঙ্গে প্রেম করতে শুরু করেছেন ঐশ্বর্যা রাই। তখন বিবেক সাংবাদিক বৈঠক করে বলেন, সলমন তাঁকে ৪১বার ফোন করে হুমকি দিয়েছেন। তখন থেকেই দুজনের মুখ দেখাদেখি বন্ধ। বিবেকের কেরিয়ারও এরপর ঝুপ করে পড়ে যায়। একাধিকবার তিনি সলমনের সঙ্গে মিটমাটের চেষ্টা করেছেন, প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন। কিন্তু পুরনো ক্ষতের যন্ত্রণা সলমন ভোলেননি। কিন্তু জানা যাচ্ছে, শাহরুখ খান ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে-র গায়ক ক্রিস মার্টিনের জন্য যে পার্টি দিয়েছিলেন, তাতে সলমন-বিবেকের দেখা হয়ে যায়। বিবেক নাকি বারবার সলমনকে এড়িয়ে চলার চেষ্টা করছিলেন। সারাক্ষণ তিনি একটা কোণে বসেছিলেন, যতবারই সলমন কাছাকাছি এসেছেন, ততবার উল্টো দিকে হেঁটে চলে যান তিনি। দেখেই বোঝা যাচ্ছিল, তিনি প্রচণ্ড অস্বস্তিতে। তবে সলমন নাকি দিব্যি ছিলেন। প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ, শাহরুখ, হৃতিক ও ক্রিস মার্টিনের সঙ্গে বিন্দাস সময় কাটান তিনি। ফিরেও তাকাননি বিবেকের দিকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















