Salman Khan: শ্যুটিং শেষ করেই চোখ ধাঁধানো ছবি পোস্ট সলমন খানের
Kisi Ka Bhai Kisi Ki Jaan: আগামী বছর মুক্তি পাবে ছবিটি। তার আগে সলমন খান পোস্ট করলেন নতুন ছবি। যা দেখে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা।
মুম্বই: অবশেষে 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবির শ্য়ুটিং শেষ করলেন সলমন খান (Salman Khan)। আগামী বছর মুক্তি পাবে ছবিটি। তার আগে পোস্ট করলেন নতুন ছবি। যা দেখে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা।
'কিসি কা ভাই কিসি কি জান' ছবির সেট থেকে সলমনের ছবি পোস্ট-
এদিন বলিউডের ভাইজান সলমন খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে অভিনেতাকে দেখা যাচ্ছে চোখ ধাঁধানো লুকে। লম্বা চুল, চোখে সানগ্লাস, গালে দাড়ি আর ডিজাইনার পোশাক। সব মিলিয়ে বলিউড সুপারস্টারের দিক থেকে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সলমন খান লিখেছেন, 'শ্যুটিং শেষ হল 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির। আসছে ২০২৩-এর ইদে।'
">
আরও পড়ুন - Janhvi Kapoor: নতুন বাড়ি কিনলেন জাহ্নবী কপূর, হল গৃহপ্রবেশও
প্রসঙ্গত, 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে সলমন খানের সঙ্গে দেখা যাবে পূজা হেগড়ে, শেহনাজ গিল ও আরও অনেককে। এই ছবি দিয়েই বড় পর্দায় আত্মপ্রকাশ হতে চলেছে শেহনাজ গিলের। ছবিটি পরিচালনা করছেন ফারহাদ সামজি।
">